JanaSoftR

Wednesday, 12 April 2017

রামনবমী ও হনুমান জয়ন্তীর মিছিলে যাওয়ায় বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল



রামনবমী ও হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সামিল হওয়ায় বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল। চারটি বাড়িতে আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় এক বৃদ্ধাকে। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েত এলাকায়।

জানা গেছে, রামনবমী ও হনুমান জয়ন্তীতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কোমা গ্রাম পঞ্চায়েত এলাকার মালডিহির গ্রামের সোমনাথ পাল, কৃষ্ণ বাগদি, গাঙটে গ্রামের গোবিন্দ বাগদি, তাপস বাগদিরা। মিছিলে না যাওয়ার জন্য আগেই তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকিকে উপেক্ষা করে মিছিলে যাওয়ায় গতকাল রাতে চারটি বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের কাঞ্চন বৈদ্য দলবল নিয়ে বোমাবাজি করে। সোমনাথবাবু বলেন, “আমরা যাতে ওই মিছিলে না যাই সেজন্য ওই উপপ্রধান হুমকি দিয়েছিলেন। কিন্তু আমরা তাঁর হুমকিকে উপেক্ষা করে মিছিলে গিয়েছিলাম। তাই গতকাল রাতে আমার বাড়িতে বোমা মারে। আমাকে না পেয়ে খুন করা হবে বলে শাসিয়ে যায়।” কৃষ্ণ বাগদিকে বাড়িতে না পেয়ে তাঁর মা সাধনা বাগদিকে ঘর থেকে বের করে মারধর করা হয়। ওই বৃদ্ধার বাঁ হাত ভেঙে দেওয়া হয়। সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এভাবে এলাকার চারটি গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

অভিযোগ উড়িয়ে কাঞ্চন বাগদি বলেন, “মঙ্গলবার সন্ধেয় গ্রামে মনসা পুজো চলছিল। আমি সেখানেই ব্যস্ত ছিলাম। ফলে কোথায় কী হয়েছে বলতে পারব না।” এই ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment