আয়ের ক্ষেত্রে পুরনো সব রেকর্ডকে ছাপিয়ে গেল ভারতীয় রেল। যাত্রী পরিবহন, পণ্য পরিবহন এবং বিজ্ঞাপন থেকে মোট আয় হয়েছে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকা। রেলের দাবি, এর আগে কখনও কোনও আর্থিক বছরেই এত আয় হয়নি।
কোন খাতে কত টাকা আয়, তারও হিসেবও দেওয়া হয়েছে। যাত্রী পরিবহনে রেলের আয় ৪৮ হাজার কোটি যা গত বছরের তুলনায় ২ হাজার কোটি বেশি। সবথেকে বেশি আয় হয়েছে পণ্য পরিবহনে। এবারে আয় এক লক্ষ ৯ হাজার কোটি যা আগের বছরের তুলনায় পাঁচ হাজার কোটি টাকা বেশি। তাছাড়া আয় বাড়াতে রেলের কামরা ও স্টেশনে প্রচুর বিজ্ঞাপন ও হোর্ডিং দেওয়া হয়েছিল। সেখান থেকে আয় হয়েছে ১১ হাজার কোটি টাকা।
এ বছরই প্রথম আলাদা করে রেল বাজেট না করে আর্থিক বাজেটের সঙ্গে তা মিলিয়ে দেওয়া হয়েছে৷ যার জন্য ইতিমধ্যেই সমালোচনা হয়- রেলকে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না বলে৷ এই প্রসঙ্গে, রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়েছে। তিনি এই ফলের জন্য রেলকর্মীদের প্রশংসা করেন৷
0 comments:
Post a Comment