তৃণমূল ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষের জেরে চলল রাতভর বোমাবাজি। আর এর ফলে উত্তেজনা ছড়াল পাঁড়ুইয়ের হাঁসড়া ও মাখড়া গ্রামে। BJP-র অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের কর্মী-সমর্থকেরা তাঁদের কর্মী-সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়ে। উলটোদিকে একই অভিযোগ জানানো হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের পক্ষ থেকে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থানে আসে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাঁড়ুইয়ের হাঁসড়া গ্রামে যান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অভিযোগ, ওখানে গিয়ে তিনি BJP-র বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রাখেন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পাঁড়ুইয়ের হাঁসড়া গ্রাম। এর জেরেই গতকাল বোমাবাজির ঘটনা ঘটে।
স্থানীয় BJP নেতা সামাদ শেখের অভিযোগ, “ পঞ্চায়েত নির্বাচন যতও এগিয়ে আসছে ততই মরিয়া হচ্ছে তৃণমূল। তাই ওরা পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে। এর ফলে বিষয়টি পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি।”
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি মোস্তাফা হোসেনের অভিযোগ, “পায়ের নিচে মাটি হারিয়ে গেছে BJP-র। সেই কারণেই বোমাবাজি করে তারা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে।”
0 comments:
Post a Comment