JanaSoftR

Wednesday, 5 April 2017

রোহিঙ্গা মুসলিমদের বিতাড়ন করবে কেন্দ্র



রোহিঙ্গা মুসলিমদের শনাক্ত করতে শুরু করেছে কেন্দ্র। গত ৫-৭ বছর ধরে যারা মায়ানমার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে। তারা অবৈধভাবে জম্মু সহ বিভিন্ন জায়গায় বসবাস করছে। তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছ, ভারতে অন্তত ৪০,০০০ রোহিঙ্গা বসবাস করে। যারা মায়ানমারে বৌদ্ধদের কাছে অপমানিত হয়ে ভারতে পালিয়ে আসে। চিন ও বাংলাদেশ সীমান্ত দিয়ে এবং সমুদ্রপথে ভারতে ঢোকে তারা।



জানা গিয়েছে, ৫,৫০০-৫,৭০০ রোহিঙ্গা শুধু জম্মুতেই রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা, ঠিকমত গণনা হলে এই সংখ্যা ১০,০০০ থেকে ১১,০০০ দাঁড়াবে। গোটা ভারতের প্রেক্ষিতে জম্মুতে জড় হওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুদিন আগে তাদের বস্তিতে তল্লাশি চালিয়ে আধার কার্ড সহ বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি সোমবার এ নিয়ে একটি বৈঠক ডাকেন। কীভাবে রোহিঙ্গাদের চিহ্নিত করে বিতাড়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, ডিজিপি, বিএসএফের বরিষ্ঠ আধিকারিকরা ও গোয়েন্দা অফিসাররা বৈঠকে ছিলেন।

জঙ্গি সংগঠনগুলির সঙ্গে এই রোহিঙ্গাদের যুক্ত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মূলত ভারতীয় মুসলিমদের থেকে এদের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি বলে গোয়েন্দারা মনে করছেন।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment