কুলভূষণ যাদবের ন্যায়বিচারের জন্য সবরকম ব্যবস্থা নেব। মঙ্গলবার লোকসভায় এমনটাই আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রাক্তন নেভি অফিসারকে ‘গুপ্তচর’ সন্দেহে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায়, পাকিস্তানের নিন্দা করেছেন তিনি।
এদিন কূলভূষণ ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা। জেনেভা কনভেনশনের বিধি লঙ্ঘন করার কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তান সব আইন-কানুন লঙ্ঘন করেছে। ভারত অন্ততপক্ষে ১৩ বার বলা সত্ত্বেও দূতাবাসের মাধ্যমেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। তিনি জানান, ‘কূলভূষণের একটি ব্যবসা ছিল ইরানের চবাহারে। পাকিস্তানি নিরাপত্তাকর্মীরা তাঁকে অপহরণ করে দেশে নিয়ে গিয়ে ‘গুপ্তচর তকমা দেয়। যাদবের কাছে ভারতীয় পাসপোর্টও রয়েছে। কিভাবে একজন গুপ্তচরের কাছে ভারতের পাসপোর্ট থাকতে পারে?’ এদিন লোকসভায় সব বিরোধী দল কূলভূষণের ফাঁসির নির্দেশের প্রতিবাদ জানান।
এদিকে, আমেরিকাকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, যেসব দেশ পাকিস্তানকে আর্থিক সাহায্য করছে তাদের ভুলে গেলে চলবে না যে তাদের সঙ্গেও একই ঘটনা হতে পারে।
0 comments:
Post a Comment