বিজেপি-কংগ্রেসের বিরোধিতার আঁচ এবার লাগল জাতীয় গানেও। যা পারে তাই হোক, বন্দে-মা-তরম গান গাইবে না বলে হুমকি দিল উত্তরাখণ্ড কংগ্রেস। জানিয়ে দেওয়া হল আগামী এক মাস দলীয় কোনও অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া হবে না। তার ফল যাই হোক না কেন, সে পরোয়া করে না দল।
এর আগে উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, রাজ্যে বাস করতে হলে সকলকেই বন্দে মাতরম গাইতে হবে। কিন্তু এহেন শর্তেরও ঘোর বিরোধিতা করে কংগ্রেস। দলের তরফে জানানো হয়, এভাবে কোনও দল শর্ত চাপিয়ে দিতে পারে না। এরপরই দলের পক্ষে থেকে জানানো হয়, কংগ্রেস তার অনুষ্ঠানে বন্দে মা তরম গাইবে না। তার ফল যাই হোক না কেন, তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকবে দল। উত্তরাখণ্ড রাজ্য কংগ্রেসের সভাপতি কিশোর উপাধ্যায় এ ঘোষণা করেন। এর আগে রাজ্যে বিভিন্ন স্কুলেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। সেই সঙ্গে রাজ্যে থাকতে গেলেও এ গান গাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কেন শর্ত রেখে বন্দে মাতরম গাওযাতে হবে, সে প্রশ্নই তুলেছে কংগ্রেস। দলীয় সমর্থকদের অনেকেই বলছেন, দেশকে সকলেই ভালবাসেন। সেইমতো এই গান গাইতে পারেন। কিন্তু তা জোর করে কেন আরোপ করা হবে। এই বিরোধিতার জায়গা থেকেই জাতীয় গান না গাওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের।
0 comments:
Post a Comment