উত্তরপ্রদেশে বিরাট সাফল্য পেয়েছে BJP। মণিপুর, গোয়াতেও সরকার গড়েছে তারা। এবার দিল্লি পৌরনিগমে ক্ষমতা ধরে রাখতে মরিয়া অমিত শাহরা। গত নির্বাচনে দিল্লির তিনটি পৌরনিগমেই (উত্তর, দক্ষিণ ও পূর্ব) জয়লাভ করেছিল BJP। মিডিয়া সার্ভে বলছে, এবারের নির্বাচনে জয় আসবে সহজেই। সেইসঙ্গে ধরাশায়ী হবে আম আদমি পার্টি ও কংগ্রেস।
দুটি সংবাদমাধ্যমের সার্ভে অনুযায়ী, ২৭২ আসনের পৌরনিগমে কমপক্ষে ১৮০-র কাছাকাছি আসন দখল করতে পারে BJP। আম আদমি পার্টির দখলে আসতে পারে ৪৫ থেকে ৫৫টি আসন। কংগ্রেস ধরে রাখতে পারে ২০টি আসন।
টাইমস নাও-এর সার্ভে অনুযায়ী, ৩টি পৌরনিগম মিলিয়ে ১৯৫টি আসন দখল করবে BJP। তিনটি পৌরনিগমেই ধরাশায়ী হবে বিপক্ষ দলগুলি। এদিকে, ABP নিউজ়ের সমীক্ষা বলছে, ১৮০-র কাছাকাছি আসন দখল করতে পারে ভারতীয় জনতা পার্টি। এরমধ্যে উত্তর দিল্লিতে আসতে পারে ৭৬-১০৪টি আসন। দক্ষিণ দিল্লিতে আসতে পারে ৬০-১০৪টি আসন ও পূর্ব দিল্লিতে ৪৩-৬৪টি আসনে জয়লাভ করতে পারে BJP।
0 comments:
Post a Comment