JanaSoftR

Wednesday, 12 April 2017

চিন-পাকিস্তানকে জবাব, INSTC গ্রিন করিডরে জুড়বে ভারত-রাশিয়া



চিন-পাকিস্তানকে জবাব দিয়ে, এবার রাশিয়া ও ভারতের মধ্যে একইরকম গ্রিন করিডর তৈরি করতে চলেছে ভারত৷ চলতি মাসেই এই প্রকল্পে সবুজ সঙ্কেত মিলতে পারে বলে জানা গিয়েছে৷ ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করতে চলেছে দুই দেশের সরকার৷

চিনের আর্থিক সাহায্যে পাকিস্তানে তৈরি হচ্ছে ইকনমিক করিডর। আর ভারত প্রথম দেখেই সেই অর্থনৈতিক করিডরের বিরোধী। গিলগিট-বাল্টিস্তানের মধ্যে দিয়ে ওই করিডর তৈরি হওয়ায় ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত নেমে আসবে বলে সরব হয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পাক-চিন সড়ক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি, চিনের কাশগড় থেকে সড়ক মারফত বিপুল চিনা পণ্য, সামরিক সরঞ্জাম, সেনাবাহিনী, সাঁজোয়া গাড়ি অতি দ্রুত নিয়ে আসার কাজ সহজ ও দ্রুততর হবে চিনের পক্ষে৷

ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডর’ বা INSTC-র মাধ্যমে ভারত ও রাশিয়া পরস্পরের সঙ্গে সড়কপথে যুক্ত হবে৷ যুক্ত থাকবে ইউরোপ ও ইরানও৷ এর ফলে ভারত থেকে ইউরেশিয়া ও বিদেশ থেকে ভারতে পণ্য পরিবহণে বিশেষ সুবিধা হবে৷ কেন্দ্রের কোষাগারে আসবে বাড়তি অর্থ৷ অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সাজ-সরঞ্জাম আমদানিতেও বিশেষ সুবিধা হবে৷ কমবে খরচ৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment