JanaSoftR

Wednesday, 12 April 2017

ব্লকড হতে পাড়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট !



২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৫-র ৩১ অগস্ট পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা দেশের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাঁরা যদি ব্যাঙ্ক-কর্তৃপক্ষের কাছে নিজেদের আয় বা আয়কর সংক্রান্ত তথ্যাদি না জানান (সেল্ফ-সার্টিফিকেশন), তা হলে তাঁদের সেই সব অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দেওয়া হবে।

আয়কর দফতরের তরফে বুধবার এ কথা জানিয়ে বলা হয়েছে, ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্ল্যায়ান্স অ্যাক্ট (‘ফ্যাটকা’) অনুযায়ী এই নিয়ম চালু করা হয়েছে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারকে তা আলাদা আলাদা ভাবে জানিয়েও দেওয়া হবে।

১) এই নিয়ম আপনাআপনিই ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক আদানপ্রদান সংক্রান্ত তথ্যাদি দেওয়া-নেওয়া করবে।

২) এই নিয়ম চালু করার জন্য আমেরিকার সঙ্গে ভারত চুক্তিবদ্ধ হয়েছে।

৩)  আমানতকারীদের জানাতে হবে তাঁরা কোন দেশে আয়কর দেন, তাঁদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কত, কোন দেশে তাঁদের জন্ম, তাঁদের নাগরিকত্ব কোন দেশের।

৪) ‘ব্লক’ করে দেওয়া হলে একমাত্র সেল্ফ-সার্টিফিকেশন দাখিল করার মাধ্যমেই তাঁদের ওই অ্যাকাউন্টে আবার লেনদেন করার অনুমতি দেওয়া হবে।

৫) এই একই নিয়ম চালু হচ্ছে মিউচ্যুয়াল ফান্ডেও। 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment