JanaSoftR

Tuesday, 11 April 2017

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম



সন্ত্রাসদমনে ভারতের সঙ্গে হাত মেলাল অস্ট্রেলিয়া।  অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ভারত সফরে ৬টি চু্ক্তি স্বাক্ষর করল দুই দেশ।  যার মধ্যে অন্যতম হল সন্ত্রাসদমনে সহযোগিতা।  শুধু সন্ত্রাসদমনই নয়, বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, বিদ্যুৎ ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রসারিত করার ওপর জোর দেন দুই রাষ্ট্রনেতা। ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করার জন্য অস্ট্রেলিয়ার সংসদে যে আইন পাশ করেছে, তার জন্য টার্নবুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী।  অন্যদিকে, অজি প্রধানমন্ত্রী জানান, তিনি যত শীঘ্র সম্ভব তা ভারতে সরবরাহ করার ব্যবস্থা করবেন।

উভয়পক্ষই সহমত যে, ভারতে যত তাড়াতাড়ি বাণিজ্যিকস্তরে ইউরেনিয়াম রফতানি করবে অস্ট্রেলিয়া, তত দ্রুত ভারতের জ্বালানির চাহিদা পূরণ হবে।  এছাড়া, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের যাত্রা নিয়েও আলোচনা হয় মোদী-টার্নবুলের মধ্যে।  বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে এনএসজি ইস্যু।  টার্নবুল জানান, পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থন করেন তিনি। পাশাপাশি, তিনি এ-ও জানান, অস্ট্রেলিয়া গ্রুপ ও ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট গোষ্ঠীতেও ভারতকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া।

বৈঠকের পর যে যৌথ বিবৃতি পাঠ করা হয়, সেখানে বলা হয়েছে, সন্ত্রাস ও মৌলবাদের প্রসার হওয়া কঠোর হাতে দমন করতে হবে। এর জন্য যথাযথ ব্যবস্থাগ্রহণ করতে হবে। দুদেশের আইনরক্ষক, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সুসংহত সহযোগিতা এবং সমন্বয় গড়ে তুলতে হবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment