গুপ্তচর অভিযোগে ধৃত প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব সম্ভবত মৃত৷ তাঁকে নৃশংস উপায়ে খুন করা হয়েছে৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আর কে সিং৷ বর্তমানে আর কে সিং বিজেপি সাংসদ৷ তাঁর এমন দাবিতে দিল্লির রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছে৷
যদিও পাকিস্তান সরকারের দাবি, আইনি প্রক্রিয়ায় কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে৷ এখনও দণ্ড প্রক্রিয়া কার্যকর করা হয়নি৷ প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের অভিযোগ, কুলভূষণ যাদবকে আইনি সহায়তা দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তান৷ এর থেকেই প্রমাণ হয় কোনও কিছু আড়াল করতে চায় ইসলামাবাদ৷
পাক সংবাদ মাধ্যমের খবর, মৃত্যুদণ্ড প্রাপ্ত কুলভূষণ যাদব ৬০ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার জন্য আপিল করার সময় পাবেন৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে যাচ্ছে ভারত সরকার৷ ইঙ্গিত দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
ভারতের দাবি, নৌ সেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদব অবসর নিয়ে ইরানে ব্যবসা করতেন৷ ব্যবসার কাজেই ইরান থেকে পশ্চিম পাকিস্তানের সীমান্ত পার করে বালোচিস্তানে গিয়েছিলেন৷ পাকিস্তান সরকারের দাবি, বালোচিস্তানে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিতে চরবৃত্তির কাজে নামানো হয়েছিল কুলভূষণ যাদবকে৷ সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়৷
0 comments:
Post a Comment