রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার জের! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। আজ বৃহস্পতিবার খগড়পুর টাউন থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় মানুষজন। পাশাপাশি, অস্ত্র নিয়ে মামলা করার জন্যে দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে খগড়পুর পুলিশ। প্রত্যেকটি মামলাই জামিন অযোগ্য ধারায় এবং অস্ত্র আইনে করা হয়েছে। অভিযোগ, রামনবমীর মিছিলে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছে। এমনকি, তাঁদের হাতেও তুলে দেওয়া হয়েছে অস্ত্র। পাশাপাশি, দিলীপ ঘোষকেও প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা গিয়েছে। পুলিশে সমস্ত নির্দেশিকা অমান্য করারও অভিযোগ রয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। আর সেজন্যেই এই মামলা বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, শুধু খড়গপুর নয়, কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তিনটি মামলা দায়ের করেছে। ভবানীপুর, এন্টালি এবং পোস্তা থানায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, অস্ত্র হাতে এভাবে মিছিল করার কোনও অনুমতি ছিল না। সেজন্যেই এই মামলা। সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে সমস্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে বলেও কলকাতা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, গতকাল কলকাতার ৩৯টি জায়গায় অস্ত্র মিছিল হয়। সেই সমস্ত জায়গাতেই মামলা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আজ পুরুলিয়ার জনসভা থেকে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী উপলক্ষে বুধবার রাজ্যজুড়ে অস্ত্র নিয়ে মিছিল করেন বিজেপি নেতারা। সেই প্রসঙ্গে পুরুলিয়ার বেলকুড়িতে সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, তিনি সব লক্ষ্য রাখছেন। যদিও দিলীপ ঘোষের নাম না করেই মমতা বলেন, তিনি লক্ষ্য রেখেছেন কোন কোন নেতা অস্ত্র হাতে মিছিল করেছেন। তিনি সাফ জানিয়ে দেন— ‘তলোয়ার নিয়ে ধমকাতে চমকাতে পথে নামছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও রাজনৈতিক দল অস্ত্র নিয়ে মিছিল করলে আইন আইনের পথে চলবে।’ আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের মতে, তাহলে কি এবার দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে মমতা সরকার?
অন্যদিকে, রামনবমীর মিছিল প্রসঙ্গে মমতা প্রশ্ন তোলেন, ‘রাম ফুল দিয়ে পুজো করেছিলেন। রামের পুজো করতে অস্ত্র কেন লাগবে? তলোয়ার দিয়ে পুজো হয়?’ আর এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
0 comments:
Post a Comment