JanaSoftR

Wednesday, 5 April 2017

রামনবমীতে অস্ত্র হাতে মিছিল মহিলাদের !



রামনবমীর শোভাযাত্রা বেরোচ্ছে সমগ্র দেশ জুড়ে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও, বিজেপির রাজ্য সভাপতির বার্তা কে ফলপ্রসু করে অস্ত্র হাতে মিছিল বেরোল বর্ধমানের দুর্গাপুরে!

অস্ত্র হাতে দেখা গেল মহিলাদের। দুর্গাপুর ডি পি এল মেন গেটের কাছে বেরোল অস্ত্র হাতে রামনবমীর এই মিছিল। মিছিল থেকে নারীদের বার্তা “রাবন বধে আমরা তৈরী.. আমাদের নিরাপত্তা আমরাই”

প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি বলেছেন “অস্ত্র হাতেই বেরোবে শোভাযাত্রা, পারলে ঠেকাক পুলিশ”।

একটি সমাবেশে গিয়ে তিনি বলেন, রামনবমী উপলক্ষে সারা রাজ্য জুড়ে শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রায় সম্পূর্ণ সহযোগিতা করবে বিজেপি কর্মীরা। আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে অস্ত্র থাকবে। শোভাযাত্রায় অস্ত্র নিয়ে কেন বেরোনো হবে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, হিন্দু দেবদেবীদের হাতেও অস্ত্র দেখা যায়। তাই সেই দেবদেবীকে স্মরণ করে আরাধনা করার সময়ে অস্ত্র হাতে থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। এতে তিনি অন্যায়ের কিছু দেখছেন না তিনি। 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment