মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটার নিদান দিয়ে বিতর্কে কেন্দ্রে বিজেপির তরুণ নেতা যোগেশ ভারসন৷ ঠিক এর মাঝেই নরেন্দ্র মোদীর দলের ওই তরুণ নেতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিলেন টিপু সুলতান মসজিদের ইমাম নূর রহমান বরকতি৷ তাঁর পাল্টা ফতোয়া, ওই নেতার মাথা যে কেটে আনতে পারবে তাকে ২২ লক্ষ টাকা দেওয়া হবে৷
প্রসঙ্গত, গতকাল এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বিজেপির তরুণ নেতা যোগেশ ভারসন৷সে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা যে কেটে আনতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এহেন মন্তব্যের পরেই হই চই পড়ে যায়৷ তীব্র নিন্দায় সরব হন সমাজের বিদ্বজ্জনেরাও৷ এই বিষয়ে রাজ্যপুলিশের ডিজি খুব শিগগিরিই ব্যবস্থা নেবেন বলে জানান তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এরই মাঝে ফের বেফাঁস কথা বলে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন টিপু সুলতান মসজিদের ইমাম নূর রহমান বরকতি৷ এক ইংরেজি খবরের কাগজকে দেওয়া সাক্ষাৎকারে বরকতি বলেন, ‘‘যে যোগেশ ভারসনের মাথা কেটে আনতে পারবে তাকে ২২ লক্ষ টাকা দেওয়া পুরস্কার হিসাবে দেওয়া হবে৷’’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বোন বলেও সম্বোধন করেন বরকতি৷
তবে এই প্রথম নয়৷ এর আগেও বহুবার বিভিন্ন সময় বহু নেতা প্রসঙ্গে এই ধরনের আলটপকা মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন বরকতি৷ কয়েকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে বেফাঁস কথা বলেন তিনি৷ তখন বরকতি বলেছিলেন, ‘‘যে মোদীর মাথা কামিয়ে ন্যাড়া করে দিতে পারবে তাকে তিনি পুরস্কার দেবেন৷’’৷ এখানেই থামেননি ৷ এরপর বিজেপির রাজ্যে সভাপতি প্রসঙ্গে তাঁর ফতোয়া, ছিল পাথর ছোড়ার৷
0 comments:
Post a Comment