কেষ্টার গ্রামে বড়সড় ধাক্কা খেল তৃণমূল! বিজেপিতে যোগ দিলেন বীরভূমের নন্দীগ্রাম তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আসানূর রহমান। তাঁর সঙ্গেই আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। শুধু তাই নয়, তৃণমূলের পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেন সিপিএম এবং কংগ্রেসের হেভিওয়েট বেশ কয়েকজন নেতা কর্মী। সবার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। ফলে, তৃণমূলের সেনাপতি হিসাবে পরিচিত অনুব্রত মন্ডলের খাস তালুকে এভাবে তৃণমূল নেতা-কর্মীর বিজেপিতে যোগদান বড়সড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।
বীরভুমের র জেলা সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী বলেন, “আজ বিভিন্ন দল থেকে ৩০০ জন আমাদের দলে যোগদান করেছে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ছোটো সভা করা হয়।” অন্যদিকেম প্রাক্তন তৃণমূলের এই নেতা আসানূর রহমান বলেন, তৃণমূলের দুর্নীতি সহ্য করতে না পেরে বিজেপিতে যোগদান করলাম। আমি চাই স্বচ্ছ ভারত গঠন হোক।
যদিও দলত্যাগের বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মুরারই ২ তৃণমূল ব্লক যুব সভাপতি সৌমেন মুখোপাধ্যায় এক বাংলা সংবাদমাধ্যমকে বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তৃণমূল থেকে যে কোনও নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেনি তা সাফ জানিয়ে দেন তিনি। যদিও তাঁদের নাম করা হলে সৌমেনবাবু বলেন, যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা আদৌতে তৃণমূলের কেউ নয়।
0 comments:
Post a Comment