অনেক হয়েছে বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা। এবার বন্ধ করতে হবে। টেলিকম সংস্থা জিও-কে এমনই উপদেশ দিল টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সেই নির্দেশকে মান্যতা দিয়ে আগামি ১৫ই এপ্রিল পর্যন্ত বর্ধিত ‘ফ্রি’ অফার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিও।
বৃহস্পতিবার ট্রাইয়ের উপদেশ মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করে টেলিকম পরিষেবা জিও। বাজার ধরতে প্রথমে অভিনব ওয়েলকাম অফার দিয়েছিল এই সংস্থা। সেই গ্রাহকদের স্বাগত জানাতে ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে জিও। একইসঙ্গে আউট গোয়িং কলের ক্ষেত্রেও কোনও খরচ করতে হবে না। শেষ লগ্নে বাড়ানো হয় জিও-র ওয়েলকাম অফারের মেয়াদ। ৩১ মার্চ অবধি বিনামূল্যে ইন্টারনেট এবং মোবাইল কল করার কথা ঘোষণা করা হয় টেলিকম সংস্থা জিও-র তরফে।
চমক অব্যাহত ছিল ৩১ মার্চেও। জিও অফারের মেয়াদ আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করে জিও। তবে এক্ষেত্রে ৯৯ টাকার প্রাইম মেম্বারশিপ এবং বেশ কিছু রিচার্জের স্কিম চালু হয়।
জিও-র তরফ থেকে গ্রাহকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ‘সামার সারপ্রাইজ’ অফারের মেয়াদ এখনই শেষ হচ্ছে না। আর কিছুদিন সময় দেওয়া হবে গ্রাহকদের। এই নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই।
0 comments:
Post a Comment