মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই নারীদের সম্মানরক্ষার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাস্তাঘাটে যে সমস্ত পুরুষ মহিলাদের উত্যক্ত করে, তাদের শায়েস্তা করার জন্য রাজ্যজুড়ে সমস্ত শহরের পুলিশকে অ্যান্টি-রোমিও স্কোয়া়ড তৈরির নির্দেশ দিয়েছেন। এ বার সেই পথে হেঁটে আদিত্যনাথকেও ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির আর এক মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এক ভাষণে জানালেন, নাবালিকা ধর্ষকদের জন্য একেবারে মৃত্যুদণ্ডের আইন আনার চেষ্টা করছে তাঁর সরকার।
মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই নারীদের সম্মানরক্ষার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাস্তাঘাটে যে সমস্ত পুরুষ মহিলাদের উত্যক্ত করে, তাদের শায়েস্তা করার জন্য রাজ্যজুড়ে সমস্ত শহরের পুলিশকে অ্যান্টি-রোমিও স্কোয়া়ড তৈরির নির্দেশ দিয়েছেন। এ বার সেই পথে হেঁটে আদিত্যনাথকেও ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির আর এক মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এক ভাষণে জানালেন, নাবালিকা ধর্ষকদের জন্য একেবারে মৃত্যুদণ্ডের আইন আনার চেষ্টা করছে তাঁর সরকার।
শনিবার মধ্যপ্রদেশ পুলিশ অ্যাকাডেমির ৮৯তম পাসিং আউট প্যারেডের সামনে বক্তব্য রাখছিলেন চৌহান। সেখানেই তিনি জানান, বিধানসভার আগামী বর্ষাকালীন অধিবেশনেই এই বিল আনার কথা ভাবা হচ্ছে। বিধানসভায় বিলটি পাস হয়ে গেলে রাষ্ট্রপতির সম্মতির জন্য তা পাঠানো হবে। রাষ্ট্রপতির কাছ থেকে সবুজ সিগন্যাল মিললেই আইনে পরিণত হবে এই বিল।
চৌহান বলেন, ‘মজনু-টাইপের লোকজনদের একেবারে সিধে করে দেব আমরা।... এরা সভ্য সমাজে বসবাসের যোগ্য নয়।... এই ধরনের মজনুদের বিরুদ্ধে প্রচার শুরু করা হবে।’
এমনিতে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন এই দেশে নেই। কিন্তু যারা নারীর সম্মানকে ভূলুণ্ঠিত করে, তাদের বেঁচে থাকার কোনও অধিকারই নেই বলে মনে করেন অনেকেই। ধর্ষকদের কঠিনতম সাজা দেওয়ার দাবি এই দেশে নতুন কিছু নয়। দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটে যাওয়ার পরে দাবিটি আরও জোরদার হয়। কিন্তু রাষ্ট্র কারও প্রাণ নেওয়ার অধিকারী নয়— এই মত পোষণ করে এই দাবির বিরোধিতাও করেছেন অনেকে। তর্ক-বিতর্কে প্রসঙ্গটি ঝুলে রয়েছে অনেক দিন ধরেই। এ বার সত্যিই যদি নাবালিকা ধর্ষকদের একেবারে মৃত্যুদণ্ড দেওয়ার আইন আনতে পারে মধ্যপ্রদেশ সরকার, তা হলে তা নিঃসন্দেহে দেশের আইন প্রণয়নের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
0 comments:
Post a Comment