JanaSoftR

Saturday, 1 April 2017

অন্তত এই বিষয়ে পশ্চিমবঙ্গ শীর্ষে, টেক্কা দিতে পারছে না কোনও রাজ্য!



নারী ও শিশু পাচার বাড়ছে গোটা দেশেই। তবে বাংলাকে টেক্কা দিতে পারছে না কোনও রাজ্য! দেশের মধ্যে মানুষ পাচারে আবার শীর্ষ স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ! ২০১৬-র ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান এই তথ্যই দিচ্ছে। ২৯ মার্চ কংগ্রেস সাংসদ মতিলাল ভোরার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যসভায় এই মর্মে রিপোর্ট পেশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ থেকে ৩৫৭৯ জনকে পাচার করা হয়েছে।

২০১৫-য় দেশে ৫৬০৮ জনকে পাচারের ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০১৬-য় সংখ্যাটা বেড়ে হয়েছে ৮০৫৭। মানুষ পাচারে পশ্চিমবঙ্গের পরেই স্থান রাজস্থান (১৪২২) ও গুজরাত (৫৪৮)-এর। এ রাজ্যের পুলিশের শীর্ষ মহলের বক্তব্য, আগের তুলনায় বেশি সংখ্যায় অভিযোগ নথিভুক্ত দায়ের করা হচ্ছে। রাজ্যের টাস্ক ফোর্সের সদস্য সংস্থা, দিল্লির শক্তিবাহিনীর ঋষিকান্তও জানান, পুলিশ এখন বেশি অভিযোগ নিচ্ছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment