দিন কয়েক আগেই পুরুলিয়ায় বিয়ে নিয়ে পারিবারিক অশান্তির জেরে মাকে বলি দেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। সেই ঘটনার ছায়া এবার পূর্ব বর্ধমানে। রাতারাতি বড়লোক হওয়ার তাগিদে ভাতারে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।প্রতিবেশীদের তত্পরতায় রক্ষা শিশুর।
পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রামের এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ ইব্রাহিম। তাকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, শনিবার কলকাতা থেকে বাড়ি ফেরে পেশায় শ্রমিক ইব্রাহিম। অভিযোগ, সোমবার দুপুর থেকে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে সে। সেই সময়ই ইব্রাহিম নিজের মেয়েকে বলি দেওয়ার কথা প্রথমবার বলে বলে জানিয়েছেন তার স্ত্রী সেলিমা বিবি।
স্ত্রীর দাবি, স্বামী মত্ত রয়েছে বলে প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি। কিন্তু সোমবার সন্ধেয় ফের শিশুকে বলি দেওয়ার পরিকল্পনার প্রথমবার কথা বলে ইব্রাহিম। মঙ্গলবার রাতে বলি দেওয়ার ছক কষে স্ত্রী ও মেয়েকে উপোস থাকার কথাও বলে সে।
সেলিমা বিবি বলেছেন, তাঁর স্বামী বলে,সব প্রস্তুতি হয়ে গেছে, শুধু গামছা কেনা বাকি আছে। শ্মশানে বলির জায়গাও পরিষ্কার করে দিয়ে এসেছে।
অভিযুক্তের আত্মীয় চন্দনা বিবি বলেছেন, বড়লোক হওয়ার জন্য এসব করেছে। বলছিল অনেক টাকা পাবে।
অভিযোগ পেয়ে সোমবার রাতেই অভিযুক্ত শেখ ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেছেন, সেলিমা বিবির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।কার কথায় নিজের মেয়েকে বলি দেওয়ার চেষ্টা করছিল এই ব্যক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার পুরুলিয়ার বড়াবাজারে ৫৫ বছরের মা-কে বলি দেওয়ার অভিযোগে ছেলের গ্রেফতারির ঘটনা, চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। পুলশ জানতে পেরেছে, বিয়ে নিয়ে অশান্তি ও তন্ত্রসাধনায় বাধা দেওয়ায় কালী মূর্তির সামনে মা-কে বলি দেয় ছেলে।
ভাতারে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে বলি দিতে যাচ্ছিল বাবা।
একুশ শতকের মাটিতে দাঁড়িয়েও কেন এই কুসংস্কারের অন্ধকার?
0 comments:
Post a Comment