রাইসিনা হিলের নতুন সম্রাট হতে পারেন তামিল অভিনেতা রজনীকান্ত৷
২০০২ সালে রাজনীতির বাইরের কোনও ব্যক্তিত্বের নাম রাষ্ট্রপতির পদের জন্য প্রস্তাব করে প্রথম চমকটা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷ এরপর ২০০৭ পর্যন্ত এপিজে আব্দুল কালামের নেতৃত্বের সাক্ষী থেকেছে গোটা দেশ৷ এতবছর পর ফের রাষ্ট্রপতি নির্বাচনে মুখ্য ভূমিকা নিতে চলেছে বিজেপি৷
তাই বাজপেয়ীর ছাত্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পদের জন্য তামিল অভিনেতা রজনীকান্তের নাম প্রস্তাব করতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজধানীর রাজনীতিতে৷
বেশ কয়েকদিন আগে রাষ্ট্রপতি পদের বিজেপির কেউ কেউ অভিনেতা অমিতাভ বচ্চনের নামও প্রস্তাব করেছিলেন৷ কিন্তু পানামা পেপার কেলেঙ্কারিতে বিগ বি’র নাম এসে যাওয়ায় মোদীর পছন্দ থেকে তাঁর নাম কাটা যায়৷এদিকে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির পদে প্রণব মুখোপাধ্যায়কে রেখে দেওয়াটা বিজেপির না পসন্দ৷ বিজেপির অন্দরের এমনটাই খবর৷
এদিকে লোকসভা, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিজেপির যে শক্তি রয়েছে তাতে রাষ্ট্রপতি নির্বাচনে AIADMK-র সমর্থন প্রয়োজন৷এক্ষেত্রে রজনীকান্তই অন্যতম যোগ্যপ্রার্থী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
0 comments:
Post a Comment