ট্রাইয়ের নির্দেশে সামার সারপ্রাইজ অফার বন্ধ করতে বাধ্য হয়েছিল মুকেশ আম্বানির রিলায়েন্স। এবার সেই অফারের 'পরিবর্ত' হিসেবে জিও ঘোষণা করল নতুন অফার, যার নাম 'ধন ধনা ধন অফার'। নিজেদের ওয়েবসাইটে এই 'ধন ধনা ধন অফার'-এর কথা জানায় রিলায়েন্স।
কী আছে এই 'ধন ধনা ধন অফার'-এ?
- তিন মাস ফ্রি সার্ভিস।
- টানা তিন মাস ফ্রি সার্ভিস পাওয়ার জন্য উপভোক্তাকে ৩০৯ অথবা ৫০৯ টাকার ট্যারিফ রিচার্জ করতে হবে।
- যারা এখনও পর্যন্ত জিও গ্রাহক হননি, তারাও এই জিও 'ধন ধনা ধন অফার'-এর সুবিধা উপভোগ করতে পারবেন।
0 comments:
Post a Comment