ফেসবুকে রাম ও সীতা নিয়ে কমেন্ট করায় ওড়িষার উপকূলীয় অঞ্চল ভদ্রকে শুক্রবার গোষ্ঠীদ্বন্দ্ব বাধে। এই গোষ্ঠীদ্বন্দ্ব এত বড় আকার নেয় যে এলাকায় কার্ফু জারি করতে হয়।
গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এলাকার কয়েকটি দোকান পাট জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। শুক্রবার রাতে একটি হনুমান মন্দিরেও ভাংচুর চালায় হামলাকারীরা।
পুলিশ সুপার দিলীপ দাস জানান যে নুয়া বাজার স্কোয়ারে এই গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। বজরং দলের এক কর্মী অজিত কুমার পাঢিহারির ফেসবুক ওয়ালে রাম ও সীতা নিয়ে একজন মন্তব্য করে। সেই মন্তব্য নিয়েই বচসা বাধে। এবং তা গোষ্ঠী সংঘর্ষে গিয়ে পৌঁছয়। এরপরেই এলাকায় কড়া সতর্কতা জারি হয়।
কেন্দ্রীয় মন্ত্রী কৃষান পাল গুজরারের শনিবার ভদ্রকে যাওয়ার কথা ছিল। এই সংঘর্ষের জেরে তাঁর ভদ্রকে যাওয়া বাতিল হয়েছে।
0 comments:
Post a Comment