JanaSoftR
  • সপ্তাহে কতবার যৌনমিলনে আগ্রহী সুন্দরীরা: একটি সমীক্ষা

  • এই নতুন নেশাতেই মজছে স্কুল পড়ুয়ারা, চিন্তায় অভিভাবকরা

  • ট্রেনে একঘন্টায় কলকাতা থেকে দিল্লি!

  • মরুভূমি হয়ে যাবে পাকিস্তান, সিন্ধু অববাহিকায় বাঁধ নির্মাণ শুরু, প্রবল চাপে পাকিস্তান

Friday, 27 January 2017

নিজে ক্ষুধার্ত তবু দুধের শিশুকে মুখে করে বয়ে নিয়ে গিয়ে বাঁচাল 'নেড়ি'!



এই সময় ডিজিটাল ডেস্ক: মানুষ মানুষকে ঠকাতে পারে। খারাপ ব্যবহার করতে পারে। বিশ্বাসের জায়গায় আঘাত করতে পারে। কিন্তু কুকুর। বিশ্বাসের জায়গা করে নিতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। মানুষের যদি কোনও আপন বন্ধু বলে কেউ থাকে, তা হল এই অবলা প্রাণীটি। মানুষের প্রাণ বাঁচিয়েছে তাঁর পোষ্য কুকুর, এমন খবর আমাদের জানা। কিন্তু এই ঘটনার খবর জানলে, আপনি আরও একবার সারমেয়ের ব্যাপারে ভাবতে শুরু করবেন।

ওমানের রাস্তায় খাবারের খোঁজে ডাস্টবিনের চারিদিক ধুরঘুর করছিল এই কুকুরটি। খাবারের খোঁজ করতে করতে হঠাত্‍ খুঁজে পায় ৩দিনের এক সদ্যজাত শিশুর দেহ। কাটা ছিল না নাভির নাড়িও। প্রচন্ড ক্ষুধার্ত কুকুরটি শিশুর দেহটি দেখতে পেয়েই তড়িঘড়ি মুখে তুলে নেয়। মুখে তুলেই বুঝতে পারে, ব্যাপারটা সুবিধের নয়। শিশুটির শ্বাস তখনও চলছিল, এই মনে করে শিশুটিকে মুখে তুলে নিয়ে একটি বাড়ির দরজার সামনে গিয়ে রাখে, এরপর খুব চিত্‍কার শুরু করে সে। কুকুরের চিত্‍কার শুনেই বাড়ির মালিক দরজা খুলতেই দেখে একটি সদ্যজাত শিশু শুয়ে রয়েছে।
মৃতপ্রায় শিশুটিকে পুণর্জন্ম দিয়ে ফের খাবারের খোঁজ শুরু করে দেয় ওই কুকুরটি। নিজে ক্ষুধার্ত হলেও, দুধের শিশুটির দেহে একটি দাঁতের কামড়ও বসায়নি সে। কুকুরের উদারপনা মানসিকতার পরিচয় বারে বারে পাওয়া যায়। এই ঘটনাটি ফের প্রমাণ করল, কুকুর মানুষের আসল 'বন্ধু'।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

ভারত-ইংল্যান্ড ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চুইংগাম চিবিয়ে বিতর্কের মুখে পারভেজ রসুল


  • কানপুরের গ্রিনপার্কে ভারতের হয়ে পারভেজ রসুলের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল 
  • ভারতের জাতীয় সঙ্গীতের সময়ে দেখা যায় পারভেজ রসুলের মুখ নড়ছ।
  • ক্যামেরা তাঁকে ধরলে বোঝা যায়, পারভেজ রসুল চিউয়িং গাম জাতীয় কিছু চিবোচ্ছেন।

  • এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। 

প্রণীল নামে এক গ্রাহক ট্যুইটারে লিখেছেন, আপনার লজ্জা হওয়া উচিত পারভেজ রসুল, কানপুরে জাতীয় সঙ্গীতের সময় ও বাবল গাম চিবোচ্ছিলেন। তিনি ভারতের হয়ে খেলার যোগ্য নন।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

স্মার্টফোন কেনার জন্য টাকা দেবে সরকার


নয়াদিল্লি: ভারতে ক্যাশলেস অর্থনীতি পুরোদমে প্রবর্তন করার জন্য এমনই পদক্ষেপ নিতে পারে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই আধার নির্ভর অ্যাপ ও ডিজিট্যাল লেনদেনে জোর দিচ্ছে কেন্দ্র ৷ নগদের ব্যবহার কমাতে ই-ট্রান্সজাকশনে দেওয়া হচ্ছে নানা পুরস্কার ও ছাড় ৷ তবে ডিজিট্যাল লেনদেনকে জনপ্রিয় করে তুলতে সবার আগে দরকার স্মার্টফোন ৷
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিচালিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের কমিটি কেন্দ্রকে স্মার্টফোন কেনার জন্য দেশবাসীকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে ৷ মঙ্গলবার ওই প্যানেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অন্তর্বতী রিপোর্ট জমা দেয় ৷ রিপোর্টে ই-ট্রান্সজাকশন ও ডিজিট্যাল লেনদেনকে জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন সুপারিশ করা হয়েছে ৷ এর মধ্যে একটি হল স্মার্টফোন কেনার জন্য ১০০০ টাকা করে সরকারি তরফে ভর্তুকি ৷করের আওতাভুক্ত নন, দেশের এমন ক্ষুদ্র ব্যবসায়ীরাও যাতে ডিজিট্যাল লেনদেনের সুবিধা উপভোগ করতে পারেন তার জন্যই এই ভর্তুকির সুপারিশ করেছে কমিটি ৷ ওই প্যানেলের সুপারিশ অনুযায়ী, এইসব ব্যবসায়ীদের স্মার্টফোন কেনার জন্য সরকারী তরফে ১০০০ টাকা ভর্তুকি দেওয়া হোক ৷ এর ফলে সবার কাছে স্মার্টফোন থাকলে ডিজিট্যাল পেমেন্টের ক্ষেত্রে যন্ত্র বা মাধ্যম আর কোনও বাধা হবে না ৷

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

Thursday, 26 January 2017

আটটি শক্তিশালী দেশের মধ্যে ভারত ষষ্ঠ: মার্কিন পত্রিকা


ওয়াশিংটন: আমেরিকার বিদেশনীতির সঙ্গে যুক্ত একটি পত্রিকা ২০১৭ সালের আটটি শক্তিশালী রাষ্ট্রের তালিকায় ভারতকে ষষ্ঠ স্থানে রেখেছে৷ প্রথম স্থানে রয়েছে আমেরিকা৷জাপান এবং চিন উভয়েই রয়েছে দ্বিতীয় স্থানে৷ রাশিয়া  চতুর্থ এবং জার্মানি পঞ্চম স্থান অধিকার কর রেখেছে৷ সপ্তম স্থানে ইরান এবং অষ্টম স্থানে ইজরায়েল রয়েছে৷ গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের স্থান উল্লেখনীয় বলে মত এই পত্রিকার৷

এই পত্রিকার মতে, ভারত বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে ইংরেজী ভাষার লোকজনের বসবাসে ভারত দ্বিতীয় স্থানাধিকারী৷ এরই পাশাপাশি নানা ধরনের বৈচিত্র্যে ভরা ভারত ক্রমশই আর্থিক দিক থেকে এগিয়ে চলেছে৷ পাশাপাশি এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক সংস্কার এবং আধুনিকীকরণের বিষয়টিও তুলে ধরা হয়েছে৷ পাকিস্তানের নানা বাধা-বিঘ্ন সৃষ্টি, আর নোটবাতিলকে নিয়ে ভারতের আভ্যন্তরীণ সমস্যা থাকা সত্ত্বেও ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে ক্রমশই৷
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

টিভির ভিতর থেকে বেরিয়ে এল ‘ভূত’! ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়



এলাকার একটি বড় ইলেক্ট্রনিক্সের শোরুমে টিভি কিনতে ঢুকেছিলেন এক যুবতী। ওই শোরুমের সেল্‌সের দায়িত্বে থাকা যুবক এগিয়ে আসেন যুবতীকে দেখে। তার পর যুবতীর পছন্দ এবং বাজেট বুঝে শোরুমে থাকা টিভিগুলির দাম আর গুণাবলির বিরবণ দিতে থাকেন যুবক। শোরুমের এক পাশের দেওয়াল জুড়ে খান দশেক এলইডি স্ক্রিনে তখন নানা ধরনের চ্যানেলের নানা অনুষ্ঠান চলছে। হঠাত্ শোরুমের সবক’টি টিভিতে একই ছবি— গোটা মুখ লম্বা চুলে ঢাকা সাদা পোশাক পরা একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে! এতে অবশ্য অবাক হননি টিভি কিনতে আসা ওই যুবতী। কারণ, তিনি জানতেন না এর পর কী হতে চলেছে। যুবতীর থেকে অনুমতি নিয়ে শোরুমের ‘সেল্‌সম্যান’ দোকানের ভেতরে চলে যেতেই দেওয়ালে টাঙানো একটি এলইডি টিভির ভেতর থেকে বেরিয়ে এলো টিভির ভেতরে বসে থাকা লম্বা চুলে মুখ ঢাকা সাদা পোশাক পরা মেয়েটি! নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না ওই যুবতীর! টিভির ভেতর থেকে...এ দিকে ‘ভূতুড়ে’ মেয়েটি সটান এগিয়ে আসছে তাঁরই দিকে। কোনও উপায় না দেখে যুবতী হুড়মুড়িয়ে দৌড়ে বেড়িয়ে যান ওই ইলেক্ট্রনিক্স শোরুম থেকে। এই গোটা ব্যপারটাই ধরা পড়ে শোরুমের সিসিটিভি ফুটেজে। তবে শোরুমের সিসিটিভি ক্যামেরায় ঠিক এমনই ঘটনা
ঘটতে দেখা গিয়েছে আরও অনেকেরই সঙ্গে! এই রকমই একটি ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৩৫ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার


বলিউড বাদশার সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাঁকে নষ্ট করেছেন! এমন বিস্ফোরক কথা বললেন পাক অভিনেত্রী মাহিরা খান।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ ও মাহিরা অভিনীত ‘রইস’। মুক্তির আগেই এসেছিল বহু বাধা। ভারতে শাহরুখ খানের সঙ্গে কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। দুবাইতে একাই করেছেন প্রোমোশন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তাঁর শুটিং পর্বের কাহিনি জানিয়েছেন নায়িকা। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর ম্যাজিক্যাল মোমেন্টের কথাও।

মাহিরার কথায়, ‘‘আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত। আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনও মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, তার বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই ওর বড় ভক্ত।”
শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, “শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে।’


মাহিরার এই বক্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এ নিছকই মজা করে বলেছেন নায়িকা। তাঁর এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনও মানে নেই।  
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

Wednesday, 25 January 2017

দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে ফেলে দিল, রক্তাক্ত মহিলাকে বাঁচালেন ‘ওঁরা’



আপ-ডাউন দুই ট্রেনের লাইনের মাঝে পাথরের উপরে পড়েছিলেন ক্ষতবিক্ষত, রক্তাক্ত মহিলা। দেহে সাড় নেই। শুধু নিঃশ্বাসটুকুই পড়ছিল।
মঙ্গলবার সকাল তখন প্রায় ৮টা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ-শিয়ালদহ শাখার হাড়োয়া-ভাসিলিয়া স্টেশনের মাঝে দেগঙ্গার কুমরুলি গ্রামের কাছে এই দৃশ্য দেখতে পান স্থানীয় দুই যুবক হাবিব সর্দার এবং আব্দুল রহিম মণ্ডল। সকালে কাজে বেরিয়েছিলেন তাঁরা। একজন ঢালাই মিস্ত্রি, অন্যজন চালকলে কাজ করেন।
এই অবস্থায় কী করা উচিত, প্রথমে তা ঠিক করতে পারেননি দুই যুবক। হাবিব বলেন, ‘‘প্রথমে মনে হয়েছিল, পুলিশে খবর দিয়ে দায় সারি। কিন্তু পরে মনে হল, মহিলাকে বাঁচাতে হবে। থানা-পুলিশ করতে গেলে দেরি হয়ে যেতে পারে।’’ হাবিব এবং রহিমের রোজগার যৎসামান্য। যা আয় করেন, তা দিয়ে সংসার টানতেই হিমসিম খেতে হয়। কিন্তু তাতেও দমে যাননি তাঁরা। তাঁদের বক্তব্য, ‘‘টাকার কথা ভাবিনি, শুধু মহিলার প্রাণের কথাটাই ভেবেছি।’’
নিজেদের কাছে কুড়িয়ে-বাড়িয়ে যা টাকা ছিল, তা দিয়েই একটা গাড়ি ডাকতে ছোটেন দু’জন। তাঁদের কথায়, ‘‘কোনও গাড়িওয়ালাই রক্তাক্ত মহিলাকে তুলতে রাজি হচ্ছিলেন না। সবাই বলতে থাকেন, এ সব পুলিশি কেসে না জড়ানোই ভাল।’’  শেষমেশ, ধরে-করে ১২০ টাকায় রফা হয় এক অটোওয়ালার সঙ্গে। জখম মহিলাকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া হাসপাতালে। সেখান থেকে পরে পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে। 
কী ভাবে জখম হলেন বছর বত্রিশের ওই মহিলা?
রেল পুলিশের কাছে মহিলা কোনও রকমে জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বসিরহাট থেকে ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকালে উঠেছিলেন। শীতের রাতে সাধারণ কামরায় লোকজন কমই ছিল। কিছুক্ষণের মধ্যে কামরা পুরো খালি হয়ে যায়। শুধু বসেছিল দুই যুবক। মহিলার দাবি, ওই দুই যুবক অনেকক্ষণ থেকে তাঁকে ইশারা করছিল। কামরা খালি হতেই উড়ে আসে নানা কুপ্রস্তাব। মহিলা বলেন, ‘‘হাত ধরে টানাটানি
শুরু করে ওরা। আমি ভয় পেয়ে যাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না।’’ মহিলার দাবি, বিপদ বুঝে ফোন করার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাত থেকে মোবাইল কেড়ে আছাড় মেরে ভেঙে ফেলে দুষ্কৃতীরা। তিনি চিৎকার শুরু করলে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
বারাসত হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলার শরীরের নানা জায়গায় ক্ষত। মাথা ফেটেছে। পায়েও চোট লেগেছে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মহিলার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্তারা।
তবে এই ঘটনায় লোকাল ট্রেনে যাত্রী সুরক্ষার হাল নিয়ে প্রশ্ন উঠেছে। নিত্যযাত্রীদের অনেকেরই অভিজ্ঞতা, দিনে যদি বা ট্রেনের কামরায় রেলপুলিশকে কখনও-সখনও দেখা যায়, রাতের দিকে কাউকে তেমন চোখে পড়ে না। প্রতি ট্রেনে, বিশেষত রাতের দিকে পুলিশ কর্মী থাকা বাধ্যতামূলক বলে মানছেন রেলের কর্তারাও। সোমবার ওই ট্রেনেও পুলিশ ছিল বলেই দাবি রেল পুলিশের। কত জন পুলিশকর্মী ছিল, তাঁদের ভূমিকা কী ছিল, সে সব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেল আধিকারিকেরা।
মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। মঙ্গলবার বারাসত হাসপাতালে এসে তাঁর দাদা জানান, রবিবার বাড়ি থেকে বেরিয়েছিল বোন। তারপরে আর ফেরেনি। মহিলা রেল পুলিশকে জানিয়েছেন, বসিরহাটে কাজের খোঁজে গিয়েছিলেন। তবে রাতে কোথায় ছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন, তা নিয়ে রেলপুলিশের কাছে মুখ খুলতে চাননি তিনি। মহিলার কথায় কিছু অসঙ্গতি আছে বলে মনে করছেন তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখছেন তাঁরা। তবে ঘটনা যা-ই হোক, হাবিব-রহিমরা তড়িঘড়ি মহিলাকে হাসপাতালে না নিয়ে গেলে মহিলা প্রাণে বাঁচতেন না, তা মানছেন রেল পুলিশের কর্তারাও। এক অফিসার বলেন, ‘‘মানুষের অনেক ভুল ধারণা আছে। এ সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও অবস্থাতেই উদ্ধারকারীদের হেনস্থা করা যাবে না। এমনকী, তাঁরা চাইলে নিজেদের পরিচয়ও গোপন রাখতে পারেন।’’
মহিলার প্রাণ বাঁচিয়ে অবশ্য বিরাট কাজ করেছেন বলে মনে করছেন না হাবিব-রহিমরা। তাঁদের কথায়, ‘‘একজন মানুষ এ ভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে মরবে, দেখেও দেখব না, এমনটা হয় নাকি!’’
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

একলা ঘরে মহিলারা সঙ্গে মিলনে লিপ্ত হলেন মন্ত্রী! ভিডিও ফাঁস


বেঙ্গালুরু:  মহিলার সঙ্গে সহবাস। আর সেই বিতর্কিত ভিডিও ফাঁস হতেই চাপে  কর্ণাটকের আবগারিমন্ত্রী এইচওয়াই মেটি। শুধু কর্নাটকের বিভিন্ন সংবাদমাধ্যমেই নয়, সোশ্যাল মিডিয়াতেও রীতিমত ভাইরাল মন্ত্রীর কুকর্মের ভিডিও। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে বিতর্কের চাপে পড়ে ইস্তাফা দিতে বাধ্য হন মেটি। আজ বুধবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন মেটি। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, সরকারের অস্বস্তি এড়াতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।



সম্প্রতি প্রকাশ্যে আসে ৭০ বছর বয়সী এই মন্ত্রীর সেক্স টেপ। তাতে এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে দেখা ‌যায় মন্ত্রীমশাইকে। কর্ণাটকের সমস্ত টিভি চ্যানেলে দিনভর দেখানো হয় সেই ভিডিও। এর পরই পদত্যাগের জন্য চাপ বাড়ছিল মেটির ওপর। এমনকি, মুখ্যমন্ত্রীও তাকে বারবার পদত্যাগ করার জন্যে চাপ দিতে থাকেন। শেষমেশ চাপে পড়ে পদত্যাগ করতেই বাধ্য হন অভিযুক্ত এই মন্ত্রী।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

প্রজাতন্ত্র দিবসের দিনেই পরপর সাত বিস্ফোরণ অসমে


গুয়াহাটি: পরপর সাত বিস্ফোরণে কেঁপে উঠল অসম। প্রজাতন্ত্র দিবসের সকালে অসমের তিনটি জেলায় এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনার পিছবে উলফা জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ডিব্রুগড়, তিনশুকিয়া ও চারাইদিও জেলায় এইসব বিস্ফোরণ হয়। জঙ্গিরা ফাঁকা জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বোঝাতেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। উত্তর-পূর্বে প্রজাতন্ত্র দিবস বয়কট করার ডাক দিয়েছিল ওই জঙ্গি সংগঠন।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

দায়িত্ব নিয়েই শরণার্থীদের উপর নিষেধাজ্ঞা জারি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প


ওয়াশিংটন: দেশবাসীর উদ্দেশ্যে ভোট প্রচারে দেওয়া কথা রাখতে চলেছেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সিরিয়াসহ মধ্য-প্রাচ্য ও আফ্রিকা থেকে আগত শরণার্থীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারীর সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প প্রশাসন৷ এই বিষয়ে বুধবার একটি নির্দেশনামা স্বাক্ষর করবেন মার্কিন রাষ্ট্রপতি৷ এই সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার রাতেই ট্যুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানিয়েছিলেন, দেশের নিরাপত্তার খাতিরে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দিন৷
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

হস্তমৈথুন ছাড়তে সঙ্গী থাকুক এই ৭ টিপস


হস্তমৈথুন বা স্বমৈথুন টিন এজারদের মধ্যে স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত হস্তমৈথুন মাঝেমধ্যেই খুব বড় সমস্যা তৈরি করে বিশেষত টিন এজার বয়সে। কিভাবে দূর করবেন এই সমস্যা?  রইল বিশেষজ্ঞদের দেওয়া কয়েকটি টিপস-

1. বেশিরভাগ সময় পরিবার-পরিজনেদের সঙ্গে থাকার চেষ্টা করুন। নিজেকে একলা ঘরে বন্দী করে রাখবেন না। তাহলে এই প্রবণতা কমবে।
2. যতটা সম্ভব কাজে নিজেকে নিয়োজিত রাখুন। তাহলেও এই প্রবণতা কমতে পারে।
3. পর্ন দেখা কমান। পর্ন থেকে নিজেকে দূরে রাখুন।


4. যে সমস্ত বন্ধু সবসময় পর্ন নিয়েই আড্ডা দেয় বা কথা বলে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন।
5. নিজেকে বোঝানোর চেষ্টা করুন, একদিনেই নিজেকে পরিবর্তন করা যাবে না। তাই বলে চেষ্টা করা ছেড়ে দেওয়া যাবে না।
6. বাস্তবসম্মত একটি কাজ করতে পারেন। যে কম্পিউটারে পর্ন দেখেন, সেটি পারলে বাড়ির লিভিং রুমে রাখুন। পর্ন দেখা কমলে হস্তমৈথুনের অভ্যাসও কমবে।


7. দুপুরে দিকে বা রাতে সবথেকে বেশি হস্তমৈথুনের প্রবণতা জাগে। যখনই এই ইচ্ছে হবে, তখন কয়েকটি ফ্রি হ্যান্ড যোগাসন করুন। ম্যাজিকের মতো ফল পাবেন।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

‘নিশানা’য় ভারতের একাধিক শহর, পরমাণু অস্ত্রবহনযোগ্য ক্ষেপণাস্ত্র ‘আবাবিল’-এর পরীক্ষামূলক উতক্ষেপণ পাকিস্তানের


ইসলামাবাদ: গত ৯ ডিসেম্বর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর-৩ এর সফল পরীক্ষা হয়েছে। এবার ২২০০ কিমি দূরত্ব পর্যন্ত পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএসএম) প্রথম পরীক্ষামূলক উতক্ষেপণ করল পাকিস্তান। ‘আবাবিল’ নামে এই ক্ষেপণাস্ত্রের  উতক্ষেপণ সফল বলে দাবি পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের। এক বিবৃতিতে তিনি বলেছেন, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) নামে বহুমুখী প্রযুক্তি ব্যবহারে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের দাবি, ভারতের একাধিক শহর ‘আবাবিল’-এর নিশানায় রয়েছে।
গফুর বলেন, ওই অস্ত্র সিস্টেমের নানা বৈচিত্র্যময় ডিজাইন ও প্রযুক্তিগত মাপকাঠি পরীক্ষা করে দেখতেই তার উতক্ষেপণ করা হল। পাক বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম আবিল শত্রু পক্ষের রাডারের নজর ফাঁকি দিয়ে নির্ভূল ভাবে একাধিক টার্গেটে আঘাত করতে পারে। আঞ্চলিক স্তরে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রমশ মজবুত হচ্ছে,  পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যাতে তার সঙ্গে পাল্লা দিতে পারে, তা সুনিশ্চিত করতেই আবাবিল অস্ত্র সিস্টেম তৈরি করা হয়েছে।
ভারত মহাসাগরের গভীরে কোনও এক অজ্ঞাত এলাকা থেকে বাবর-৩ এর পরীক্ষামূলক উতক্ষেপণ করে পাক সেনা বলেছিল, সাফল্যের সঙ্গে ফের আঘাত হানার ক্ষমতা অর্জন করল পাকিস্তান। এটা এক বড় বৈজ্ঞানিক মাইলফলক। পড়শী মহল্লায় যেভাবে পরমাণু কলাকৌশল ঘিরে সাজসাজ রব চলছে, পাকিস্তান তার পরিমিত জবাব দেওয়ার কৌশল নিচ্ছে। এটা তারই প্রকাশ।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প


নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে চলেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মুসলিম অভিবাসীদের আমেরিকায় প্রবেশ করা সাময়িকভাবে নিষিদ্ধ করতে চলেছেন তিনি৷ এ বিষয়ে একটি অর্ডারে বুধবারই স্বাক্ষর করতে চলেছেন তিনি৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, সিরিয়া, মধ্য প্রাচ্য ও আফ্রিকার দেশগুলি থেকে অভিবাসীদের আমেরিকায় প্রবেশের ভিসা নিষিদ্ধ করা হচ্ছে৷ আপাতত ৪-৬ মাস এই নিষাধাজ্ঞা বহাল থাকবে৷ প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বড়সড় প্রশাসনিক পদক্ষেপ হতে চলেছে৷ পাশাপাশি, মেক্সিকো সীমান্ত বরাবর একটি উঁচু পাঁচিল তোলার ফাইলেও আজ স্বাক্ষর করতে পারেন ট্রাম্প৷ ভোটের প্রচারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভোটে জিতলে আমেরিকায় মুসলিমদের প্রবেশ তিনি বন্ধ করে দেবেন৷ ভোটে জিতে হোয়াইট হাউসের দখল নিয়েছেন ট্রাম্প৷ আর প্রশাসনিক ক্ষমতা হাতে পাওয়ার পরই করতে চলেছেন এই বড়সড় পদক্ষেপ৷

ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে বুধবারকে ‘বিগ ডে’ বলে উল্লেখ করে এই বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দিয়েছেন৷ আপাতত বেশ কয়েক মাস সিরিয়া-সহ মধ্য প্রাচ্য ও আফ্রিকার ৬টি দেশ থেকে অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হচ্ছে৷ আমেরিকায় মুসলিমদের প্রবেশের বিষয়টি ভালো চোখে দেখছেন না ট্রাম্প৷ তাই সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হচ্ছে৷
ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে বুধবার একটি বড় দিন হতে চলেছে৷ অন্যান্য বিষয়ের পাশাপাশি আমরা ঐতিহাসিক দেওয়ালও গড়ে তুলব৷’ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতরের চিফ কাউন্সিল স্টিফেন লেগমস্কি জানিয়েছেন, আমেরিকায় প্রবেশের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের মতো প্রশাসনিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রয়েছে৷
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

প্রেমিক অন্য মহিলার ঘনিষ্ঠ যাতে না হয়, তাই চোখ বেঁধে তরুণের গোপনাঙ্গ কেটে নিল প্রেমিকা


ভোপাল:  প্রেমিক যাতে অন্য মহিলার সঙ্গে শুতে না পারে, সেইজন্যে তরুণের চোখ বেঁধে রেখে তাঁর যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় সোমবার।
সূত্রের খবর, ছেলেটির পরিবার তাঁদের সম্পর্ককে জাতপাতের কারণে মেনে নেননি। অন্য এক জায়গায় ছেলের বিয়ে ঠিক করেছিলেন। আর সেই রাগ থেকেই এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেন ওই তরুণী।
আপাতত ওই তরুণীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। যদিও মেয়েটিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছেলেটির কেটে নেওয়া গোপনাঙ্গেরও সন্ধান চলছে।
প্রসঙ্গত, সোমবার খেলার ছলে প্রেমিকা প্রেমিকের চোখ বেঁধে দেন, সঙ্গে হাতও বেঁধে দিয়েছিলেন। তারপরই ছেলেটির যৌনাঙ্গ কেটে দেন। প্রথমে নিজের পরিবারের সদস্যদের সে কথা জানাননি ছেলেটি। পরে ছেলেটির পরিবার ঘরে এসে দেখে তাঁর ঘর রক্তে ভেসে যাচ্ছে।
এমনকি প্রথমে নিজের প্রেমিকার দোষ ঢাকতে ছেলেটি চিকিত্সকদের বলেন, তিনিই নিজে তাঁর গোপনাঙ্গ কেটে দিয়েছেন। পরে পুলিশি তদন্তে ছেলেটি জানায়, এই কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর প্রেমিকা।
প্রথমে ছেলেটিকে সেখানকার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে রেওয়ার সঞ্জয় গাঁধী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

Tuesday, 24 January 2017

সেনাবাহিনীর তূণীরে নয়া অস্ত্র পিনাকা মাল্টি রকেট লঞ্চার


নয়াদিল্লি: ভারতীয় সেনার তূণীরে নতুন অস্ত্র। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তৈরি করল একাধিক রকেট উত্‍ক্ষেপক পিনাকা। এর পাল্লা ৭০ কিলোমিটার।
পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম দেশীয় অস্ত্র। ডিআরডিও এই অস্ত্র সম্ভারের নকশার পাশাপাশি ‌তা তৈরিও করেছে। এল অ্যান্ড টি এবং টাটা পাওয়ার এসইডি-এর সঙ্গে যৌথ উদ্যোগে এর উত্পাদন হয়েছে।
কার্গিল যুদ্ধের সময় এর সফল ব্যবহার হয়েছিল।
গত মঙ্গলবার ডিআরডিও এই রকেটের নয়া সংস্করণের সফল পরীক্ষা করেছে।
সীমান্ত না পেরিয়েও সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কাজে এই রকেট ব্যবহার করা সম্ভব হবে।
পিনাকা রাশিয়া থেকে আমদানি করা স্মার্চ দূরপাল্লার রকেট সিস্টেমের প্রয়োজনীয়তা হ্রাস করবে।
সেনাবাহিনী ইতিমধ্যেই আর্টিলারি বিভাগে ১০ রেজিমেন্ট পিনাকা মিসাইল অন্তর্ভূক্ত করেছে।
পাকিস্তান ও চিন সীমান্ত ওই ক্ষেপনাস্ত্র মোতায়েন হয়েছে।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুললে চাপানো হোক কর, প্রস্তাব মুখ্যমন্ত্রীদের কমিটির


নয়াদিল্লি: ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা ও তার বেশি নগদ তুললে চাপানো হোক কর। কার্ডে কেনাকাটা করমুক্ত করা হোক। স্মার্টফোন কিনতে হাজার টাকা ভর্তুকি দিক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে সুপারিশ মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত কমিটির। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এই কমিটির দাবি, দেশে ডিজিটাল লেনদেনে উত্সাহ দিতেই এই প্রস্তাব।
ডিজিটাল লেনদেন উত্সাহিত করা সংক্রান্ত কমিটির অন্তর্বর্তী রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জমা দিয়েছেন চন্দ্রবাবু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং।
রিপোর্টে আধার কার্ড ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে, এই ইউনিক আইডেন্টিটি নম্বর নো ইওর কাস্টমার (কেওয়াইসি)-র ক্ষেত্রে প্রথম পরিচয়পত্র হওয়া উচিত।
এছাড়াও বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান, সার ক্রয়, গণবন্টন ব্যবস্থা ও পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের মতো সমস্ত সরকারি ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের বন্দোবস্ত করারও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। গ্রামীন ও শহুরে সমবায় ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ডিজিটাল লেনদেনের আওতায় নিয়ে আসারও প্রস্তাব দেওয়া হয়েছে।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

রাজ্যে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহের ব্যবস্থা হয়েছে, সুখবীর বাদল একথা বলা মাত্রই সভামঞ্চ ডুবল অন্ধকারে

নয়াদিল্লি: ভোটের প্রচারের সময় এমন কিছু ঘটনা ঘটে, যার জন্য নেতারা তো বটেই দলকেও বিড়ম্বনায় পড়তে হয়। পঞ্জাবে একটি জনসভায় উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল যে পরিস্থিতির মুখে পড়লেন তা তিনি সম্ভবত কল্পনাও করতে পারেননি।
গতকাল লুধিয়ানায় একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বাদল। তিনি বলেন, তাঁদের সরকার রাজ্যে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেছে। এই দাবি করা মাত্রই চলে গেল বিদ্যুত্। সভামঞ্চ ডুবল অন্ধকারে।
এরপর অন্ধকারেই উপমুখ্যমন্ত্রীকে ভাষণ শেষ করতে হল।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

রাজ্যে অদ্ভুত-দর্শন মাছ! কুমিরের মতো দেখতে কিন্তু পা নেই। চাঞ্চল্য জলপাইগুড়িতে



অদ্ভুত-দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির আমবাড়ির বীরনগর এলাকায়। কুমিরের মতো সূচালো মুখ, ধারালো দাঁত রয়েছে মাছটির। তবে প্রায় এক ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটির কুমিরের মতো পা নেই। পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেও কুমিরের মতো আঁশ রয়েছে। আবার লেজের অংশটি একেবারে মাছের মতো।


আমবাড়ির বীরনগরের কৃষক গোকুল রায় এ দিন সকালে নিজের জমিতে চাষ করার সময়ে পাশের ক্যানেল থেকে মাছটিকে লাফিয়ে তাঁর জমিতে পড়তে দেখেন। অদ্ভুত-দর্শন মাছটিকে আগে কখনও ওই এলাকার মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে আমবাড়ি বন দফতরের কর্মীরা এসে মাছটিকে নিয়ে যান।

এই এলাকায় এমন মাছ কোথা থেকে এল? মৎস বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে। তবে বেঙ্গালুরুর লোর অ্যাকোয়ারিমে এই মাছ রয়েছে, যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট, মাঝারি মাছকে খেয়ে ফেলে।


Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

বড় জয় পেলেন মোদী, মুখ পুড়ল তৃণমূল-সহ সব বিরোধীদের

কবে পেশ হবে সাধারণ বাজেট? এই নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। সোমবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।



সাধারণ বাজেট হচ্ছে ১ ফেব্রুয়ারিতেই। আসন্ন ভোটের জন্য বাজেটের দিনে কোনওরকম পরিবর্তন করা হবে না। সোমবার বিরোধী দলগুলির আর্জি খারিজ করে এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত।  
কবে পেশ হবে সাধারণ বাজেট? এই নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। এই নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের কাছে আসন্ন সাধারণ বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বিরোধী দলগুলি। তাদের দাবি ছিল, এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশ হলে বিজেপি তার সুযোগ নিতে পারে। ভোটের আগে কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্প বা সুযোগ, সুবিধা ঘোষণা করলে কেন্দ্রের শাসকদল বিজেপি সুবিধা পেয়ে যাবে।
এই অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী এম এল শর্মা। সেই মামলার রায় দিতে গিয়েই সোমবার শীর্ষ আদালত জানায়, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বাজেটের দিন পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের মতে, বাজেট পেশের কোনওরকম প্রভাব রাজ্যগুলির নির্বাচনে পড়বে না। এর পরেই মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

অজানা উৎস থেকে আয়ে শীর্ষে কংগ্রেস, তৃণমূলের থেকে এগিয়ে CPI(M)



দিল্লি, ২৫ জানুয়ারি : রাজনৈতিক দলগুলির তহবিলে কোটি কোটি টাকা অনুদান জমা পড়েছে। কিন্তু, কোথা থেকে আসছে সেই চাঁদা ? স্বেচ্ছাসেবী সংগঠন ADR (অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস) একটি তথ্য প্রকাশ করে জানিয়েছে, রাজনৈতিক দলগুলির ৬৯ শতাংশ অনুদানের উৎস জানা নেই। সেখানে বলা হয়েছে, ২০০৪-২০০৫ সাল থেকে ২০১৪-২০১৫ সাল এই ১১ বছরে দেশের রাজনৈতিক দলগুলির তহবিলে মোট ১১,৩৬৭ কোটি টাকা চাঁদা জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৬৯ শতাংশ ক্ষেত্রেই চাঁদার উৎস কী, তা কেউ জানে না। জাতীয় দলগুলির মধ্যে অজানা উৎস থেকে সবথেকে বেশি টাকা জমা পড়েছে কংগ্রেসের তহবিলে। প্রায় ৮৩ শতাংশ। BJP-র তহবিলে ৬৫ শতাংশ।
দেশে মোট ৬টি জাতীয় রাজনৈতিক দল ছিল। কংগ্রেস, BJP, BSP, NCP, CPI ও CPI(M)। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তৃণমূলও জাতীয় দলের মর্যাদা পেয়েছে। গত ১১ বছরে রাজ্যের শাসকদলের মোট আয় ৫২.৩১ কোটি টাকা। তাদের অজানা উৎস থেকে আয় হয়েছে ২৩ শতাংশ। আয়ের দিক থেকে অবশ্য CPI(M) অনেকটা এগিয়ে। ওই ১১ বছরে CPI(M)-র মোট আয় প্রায় ৮৯৩ কোটি টাকা। তার মধ্যে ৪৭১.১৫ কোটি টাকা এসেছে অজানা উৎস থেকে।
আয়করদপ্তরের অ্যাক্ট অনুযায়ী, ২০ হাজার টাকা বা তার কম নগদ চাঁদার ক্ষেত্রে দাতার পরিচয় বা ঠিকানা আয়কর দপ্তরকে জানাতে হয় না। এই অর্থের উৎস নিয়ে কারও খোঁজখবর করার অধিকারও নেই। এই ব্যাপারে সব থেকে এগিয়ে মায়াবতীর দল BSP। মায়াবতীর বক্তব্য, তাঁর দলের আয়ের সবটা এসেছে মাথা পিছু ২০ হাজার টাকার কম চাঁদা থেকে। অথচ সেই চাঁদা দিয়েই মায়াবতীর দলের আয় ১১ বছরে ২০৫৭ শতাংশ বেড়েছে। তাঁদের দলের সব আয়ের উৎস অজানা। অন্যদিকে, ৮১৯ কোটি ১০ লাখের আয়ের মধ্যে প্রায় ৭৬৭ কোটি টাকা অজানা উৎস থেকে এসেছে মুলায়ম- অখিলেশের সমাজবাদী পার্টির তহবিলে।


Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

পানামা কেলেঙ্কারিতে শীঘ্রই নওয়াজকে ডাকবে সুপ্রিম কোর্ট


ইসলামাবাদ: পানামা কেলেঙ্কারিরে যুক্ত থাকার জেরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হাজিরার নোটিশ দিতে পারে সেদেশের শীর্ষ আদালত। মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে এমনটাই জানানো হয়েছে।


পানামা কেলেঙ্কারি নিয়ে একথা বলেন বিচারপতি আসিফ সঈদ খোসা। শরিফ পরিবারের বিরুদ্ধে হওয়া এক মামলায় পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে রয়েছেন তিনি। লন্ডনের আশেপাশে থাকা নওয়াজ শরিফের বিলাসবহুল বাড়ি সম্পর্কে তথ্য জানতে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানোর কথা বলেন বিচারপতি। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে নওয়াজের সন্তানদের ডাকা হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে কোনও খামতি পাওয়া গেলে ডাকা হবে নওয়াজ শরিফকে।
এর আগেও একাধিক মামলায় শরিফকে ডাকা হয়েছে আদালতে। তাই প্রয়োজনে এবারও ডাকা হবে বলে জানিয়েছে আদালত। পানামা পেপার ফাঁস হওয়ার পর যে তথ্য ফাঁস হয়েছে তা হল, অবৈধ সংস্থার মালিক হিসেবে নাম ছিল নওয়াজ শরিফের তিন ছেলে-মেয়ের। যদি এই মালিকানা সম্পূর্ণ অস্বীকার করেছে শরিফ পরিবার। এই ইস্যুতে সম্প্রতি ‘ইসলামাবাদ দখল’-এর ডাকও দিয়েছেন ইমরান খান।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

কোহলির প্রশংসায় তিন পাক কিংবদন্তি


কলকাতা: টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সের দেখে বলাই যায়, তিনি এখন ‘মধ্য গগণের সূর্য’৷ ব্যাট হাতে দুরন্ত ধারাবাহিকতা, চূড়ান্ত ফিটনেস, রান তাড়া করার ক্ষেত্রে দুর্দান্ত পরিপক্কতা দেখাচ্ছেন কোহলি৷ তাঁর সমসাময়িকরা তো বটেই, প্রাক্তন ক্রিকেটাররাও এই কোহলিতে মুগ্ধ হয়ে রয়েছেন৷ সম্প্রতি একটি টেলিভিশন ‘টক শো’-তে শুধুমাত্র কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার৷ এবং এঁরা তিনজনই আবার পাকিস্তানের৷ ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও শোয়েব আখতার। কোহলির প্রশংসার পাশাপাশি এই তিন প্রাক্তনী তাঁদের দেশের তরুণ ক্রিকেটারদের সীমাবদ্ধতা, শেখার আগ্রহের অভাব নিয়েও আক্ষেপ করলেন। তাঁদের কথায়,কোহলি যে কোনও দেশের উদীয়মান ক্রিকেটারদের কাছে এখন রোল মডেল।


ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পুনেতে কোহলি যেভাবে চাপের মুখ থেকে ভারতকে টেনে তুলেছিলেন, এবং অবিশ্বাশ্য জয় উপহার দিয়েছিলেন, তার বিস্তারিত বিশ্লেষণ করলেন এই তিন প্রাক্তন পাক ক্রিকেটার। কোহলির সেই ইনিংসের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্লেষণ করেছেন তিন পাক তারকা। এই প্রসঙ্গে রান তাড়া করতে গিয়ে ভারত অধিনায়কের ১৭ টি সেঞ্চুরি করার কথাও তাঁরা উল্লেখ করেন।
ইংল্যান্ড দলের স্পিন বোলিং বিভাগের পরামর্শদাতা ছিলেন সাকলিন। তিনি ডায়েট-সহ কোহলির ফিটনেস নিয়ে পরিশ্রমের দিকটিও তুলে ধরেন। সাকলিনের মতে, কোহলি সবচেয়ে এনার্জেটিক, খাওয়া-দাওয়া, ঘুম সব মিলিয়ে খুব শৃঙ্খলাপরায়ণ ক্রিকেটার।
আক্রম বলেন, ব্যাটিংয়ে সাফল্য সত্ত্বেও মাথা ঘুরে যায়নি কোহলির। কোহলি কোনও সমস্যা হলেই সিনিয়কদের কাছে পরামর্শ নেন। এত বড় স্টার হয়েও মাটিতে পা রেখে চলেন কোহলি৷ শুধু কোহলিই নন, ভারতের অন্যান্য তরুণ ক্রিকেটাররাও একই পথ অবলম্বন করেন। আক্রম বলেন, ভারতীয় ক্রিকেটাররা তো নিয়মিত সুনীল গাভাসকরের কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নিয়ে থাকেন৷
আক্রমের আক্ষেপ, ঠিক এর উল্টো ছবি পাক ক্রিকেটে। তরুণ পাক ক্রিকেটাররা কখনওই এটা করেন না। সিনিয়রদের কাছে যেতে তাঁরা সঙ্কোচ বোধ করেন।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

রঈস-এর প্রচারে মৃত্যু! তদন্তের নির্দেশ দিলেন রেলমন্ত্রী


মুম্বই: ‘রঈস’-এর কোপে মৃত্যু হল এক শাহরুখ ভক্তের। সোমবার রাত ১০.৩০ নাগাদ ক্রান্তি রাজধানী ট্রেনে করে ভদোদরা স্টেশনে এসে হাজির হন কিং খান। ‘রঈস’-ছবির প্রোমশনেই তিনি ভক্তদের সঙ্গে এক ঝলক দেখা করতে আসেন। ট্রেনটি স্টেশনে ১০ মিনিট দাঁড়ায়। তখনই ভক্তরা এসে জড়ো হয়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ফারহিদ খান পাঠান বলে এক ভক্ত। রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে।
অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্য করে। তখনই লোকজন একে অপরের উপর পড়তে থাকে এবং পদপিষ্ট হয়ে মারা যান ফারহিদ খান পাঠান। পুলিশের লাঠির আঘাত বা লাঠিচার্যের ফলেই ওইব্যক্তির মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেস দিয়েছেন সুরেশ প্রভু।
দিল্লি স্টেশনে আসার পর শাহরুখ দুঃখপ্রকাশ করে বলেন, “এতা খুবই দুর্ভাগ্যজনক যে একজন মারা গেলেন। আমি ওনার পরিবারের জন্য প্রার্থিনা করছি”। শাহরুখ খান এর নতুন ছবি ‘রঈস’ টিমের সদস্যরা মৃত ব্যক্তির অন্তিম সংস্কারে উপস্থিত ছিলেন বলে জানান এসআরকে।
সূত্রের খবর অনুযায়ী, ফারহিদ খান পাঠান এক সাংবাদিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যিনি ওইট্রেনেই ছিলেন। ফারহিদের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েও ঘটনাস্থলে ছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়ার সময়ই পদপিষ্ট হন তিনি। হাঁসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ভিড় সামলাতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মীও। এদিন শাহরুখের সঙ্গে ছিলেন ‘রঈস’ এর পরিচালক রাহুল ঢোলাকিয়া এবন প্রযোজক রিতেশ সিধওয়ানি। এদিন শাহরুখের সঙ্গে দেখা করতে ভদোদরা স্টেশনে উপস্থিত ছিলেন ইরফান ও ইউসুফ পাঠান।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

ফের জঙ্গি হানা কাশ্মীরে



শ্রীনগর: আবারও সন্ত্রাসের শিকার শ্রীনগর। মঙ্গলবার রাতের দিকে জঙ্গিদের হামলায় পুলিশের এক জওয়ান জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। জখম জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে.
জানা গিয়েছে, এদিন রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকায় পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় জঙ্গিরা। জখম পুলিশকর্মীর নাম ফিরদৌস আহমেদ। জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

২৫তম স্ত্রীয়ের অভিযোগে ২৭তম স্ত্রীয়ের বাড়ি থেকে ধৃত ২৮ বিবির মিঞা


অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন ইয়াসিন ব্যাপারি। বয়স ৪৬। কিন্তু এর মধ্যেই ২৮টা বিয়ে সেরে ফেলেছেন। প্রায় প্রত্যেক স্ত্রী-ই এক বার বা একাধিক বার তাঁর সন্তানের মাও হয়েছেন। কিন্তু দুরন্ত গতিতে এক বিয়ে থেকে আর এক বিয়ের দিকে এগোতে থাকা ইয়াসিন ব্যাপারির পথ কেউই আটকাতে পারেননি। পা কাটল পচা শামুকে। ২৫তম স্ত্রীয়ের দায়ের করা যৌতুক মামলায় ২৭তম স্ত্রীয়ের বাড়ি থেকে সোমবার গ্রেফতার হলেন ইয়াসিন।
বাংলাদেশের তালতলি উপজেলার গেন্ডামারা গ্রামের জয়নাল আকনের বাড়ি থেকে পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করেছে। তালতলি থানার ওসি কমলেশ হালদার বলেছেন,  ‘‘ইয়াসিন তথ্য  গোপন করে ২৮ বার বিয়ে করেছেন বলে শেফালি আখতার তানিয়া অভিযোগ করেছেন। তবে ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেবল দুটো বিয়ের কথা স্বীকার করছেন।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইয়াসিনের ২৫তম স্ত্রী শেফালি আখতার তানিয়ার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। ইয়াসিনের বাড়িও খুলনাতেই, তবে রূপসা ঘাট এলাকায়। বছর পাঁচেক আগে ইয়াসিন তাঁকে বিয়ে করেন বলে শেফালি পুলিশকে জানিয়েছেন। তবে সে সময় ইয়াসিন নিজের অতীত সম্পূর্ণ গোপন রেখেছিল বলে শেফালির দাবি। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই শেফালি আখতার তানিয়া জানতে পারেন যে তিনি আসলে তাঁর স্বামীর ২৫তম স্ত্রী। তত দিনে অবশ্য ইয়াসিন-শেপালির একমাত্র কন্যাসন্তান পৃথিবীতে এসে গিয়েছে।
শেপালি আখতার তানিয়া পুলিশকে জানিয়েছেন, ইয়াসিন কাজের অজুহাতে বেশ কিছু দিন করে বাড়ি ফিরতেন না। ইয়াসিন আসলে কাজ করতেন না, পরবর্তী বিয়ের বন্দোবস্ত করতেই বাড়ি থেকে গায়েব হয়ে যেতেন বলে শেফালির দাবি। কারণ বছর পাঁচেক আগে শেফালিকে বিয়ে করার পর থেকে এ পর্যন্ত ইয়াসিন আরও তিনটি বিয়ে সেরে ফেলেছেন। শেফালি আখতার তানিয়ার পরে  পিরোজপুর জেলার রাজাপুর সদর উপজেলার মাটিভাঙ্গা এলাকার পুতুল। তার পরে ২০১৫ সালের মাঝামাঝি তালতলি উপজেলার গেন্ডামারা এলাকার রুমানা আখতার। সব শেষে নিজের এলাকা রূপসার মেয়ে ফাতেমাকে।
পুলিশকে শেফালি জানিয়েছেন, ইয়াসিনের সব বউয়ের নাম-ঠিকানা তিনি জানতে পেরেছেন। প্রায় প্রত্যেক স্ত্রীয়ের গর্ভেই যে ইয়াসিন এক বা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন এবং বেশ কয়েক জন স্ত্রী যে এখনও সন্তানসম্ভবা, সে খবরও পুলিশকে শেফালিই জানিয়েছেন। ২০১৬-র ২৯ সেপ্টেম্বর শেফালি যৌতুক নিরোধ আইনে ইয়াসিনের বিরুদ্ধে মামলা করেন। তার প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার অবশেষে ২৭তম স্ত্রী রুমানার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ইয়াসিন ব্যাপারির ছোট ভাই এসকান্দর ব্যাপারি বলছেন, ‘‘আমি পাঁচ’ছটা বিয়ের খবর শুনেছি। এতগুলোর কথা জানি না। সে বাড়িতে আসে না। তবে সে নিয়মিতই এ রকম করে সেটা জানি। কিছু বলতে গেলেই মারধর করতে আসে।’’
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমি সেন


পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমি সেন।কাশিশ খানের সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে কেন্দ্রের ক্ষমতাসীন দলে যোগ দিলেন রিমি। ছবি-বিকাশ ভাদুরিয়া


এর আগে শোনা গিয়েছিল যে, ধুম অভিনেত্রী প্রযোজনা করছেন এবং পরিচালনার কাজও করবেন। কলকাতার মেয়ে রিমি। তাঁর নাম সুভামিত্র সেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিগ বসের প্রতিযোগী ছিলেন তিনি।


এদিন কৈলাশ অ্যাকশন স্টার সানি দেওলের সঙ্গেও দেখা করেন। সেই বৈঠকের ছবি তিনি ট্যুইটারেও পোস্ট করেন। বিজেপি নেতা বলেছেন, সিনেমার মাধ্যমে জাতীয়তাবাদ তুলে ধরেছেন সানি দেওল।

গত বরিবার ট্যুইট মারফত কৈলাশ শাহরুখ খান অভিনীত রইস সিনেমাকেও কটাক্ষ করেছেন। সমর্থন করেন হৃত্বিক অভিনীত কাবিল-কে।একটি ছবি ট্যুইটারে দিয়ে লেখেন, যে ‘রইস’ দেশের উপকারেই আসেন না, তিনি কোনও কাজের নন। ‘কাবিল’ দেশপ্রেমিকের পাশেই থাকা উচিত। এখন দেশের ‘কাবিল’ লোকজনের পালা, যাঁদের অধিকার কেড়ে নিতে পারবে না কোনও অসত্ ‘রইস’।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

চিনকে রুখতে সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে হাজারেরও বেশি বাংকার


গ্যাংটক: চিন সীমান্তে যে কোনও ধরনের হামলা আটকাতে এবার সুরক্ষার ব্যবস্থা করছে ভারত। সিকিমে নতুন বাংকার তৈরি করছে সেনা। পুরনো বাংকার সরিয়ে এগুলি তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, খবর, গত দু’বছর ধরে ১০০০টিরও বেশি নতুন বাংকার তৈরি করা হয়েছে পূর্ব ও উত্তর সিকিমে। চিন সীমান্ত সুরক্ষিত করতেই এই ব্যবস্থা।


সিকিমে প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে এই বংকারগুলি তৈরি করা হচ্ছে। বারবার চিনের দিক থেকে হামলার চেষ্টা চলছিল বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘হলো ব্লক স্ট্রাকচার’ দিয়ে তৈরি করা হচ্ছে। যা বহন করার পক্ষে সহজ। ফলে সেগুলো সমতলে তৈরি করে পাহাড়ে নিয়ে যাওয়া যাচ্ছে সহজেই।
এই প্রজেক্টের জন্য একযোগে কাজ করছে ১৭ নম্বর ও ২৭ নম্বর মাউন্টেন ডিভিশন। কাজও প্রায় শেষের পথে। এই সীমান্তকে আগে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এবার এই সীমান্তে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে কেন্দ্র। ১৯৬২ তে ভারত-চিন যুদ্ধের পর থেকেই আর বিশেষ নজর দেওয়া হয়নি এদিকে। জানা গিয়েছে, এই ‘হলো ব্লক স্ট্রাকচার’ দিয়ে বাংকার তৈরি করার জন্য প্রবল শীতেই ভিতরের তাপমাত্রা আরামদায়ক থাকবে।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

মোদীর আমলেই দেশের মানুষ অনেক সুখী, বলছে সমীক্ষা





নয়াদিল্লি:  দেশের দুই-তৃতীয়াংশ নাগরিক নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দু বছরের কাজে মোটের উপর খুশি।  ‘লোকাল সার্কেলস’ নামে একটি সংগঠন দেশের প্রায় ১৫ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। যেখানে সাধারণ মানুষের সামনে মোট ২০টি প্রশ্ন রাখা হয়। যেখানে শতকরা ৬৪ শতাংশ মানুষ বলেছেন, সরকারের কাছে তাঁদের যা প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। অন্যদিকে, যেখানে ৩৬ শতাংশ মানুষ সরকারের কাজে খুশি নন বলেই জানাচ্ছেন। পাশাপাশি তাঁরা মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও উদ্যোগ চাইছেন।  প্রায় এক মাস ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। দেশের বিভিন্ন অংশের মানুষ এবং অনাবাসীরাও এই সমীক্ষায় যোগ দেন। জানা গিয়েছে, বিভিন্ন বয়সের মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়। বড়, ছোট ও মাঝারি শহরগুলির মানুষের কাছে যেমন প্রশ্ন রাখা হয়েছিল, তেমনই গ্রামের মানুষকেও সমীক্ষায় যুক্ত করা হয়েছিল। সমীক্ষা থেকে কাউকে বাদ রাখা হয়নি।
‘স্বচ্ছ ভারত অভিযান’ থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে মোদী সরকারের সবচেয়ে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন অধিকাংশ মানুষ। ৭৬ শতাংশ নাগরিক মনে করছেন, ভারতে তাঁদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী তিন বছরে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান চাইছেন অধিকাংশ মানুষ। ৬১ শতাংশ নাগরিক জিএসটি-কে সমর্থন করেছেন। ৩০ শতাংশ মানুষ আবার এই করের বিরোধী। ৭২ শতাংশ মানুষের মতে, এই দু বছরে পরিকাঠামোর উন্নতি হয়েছে। ২০ শতাংশ মানুষ দ্বিমত পোষণ করেছেন। ৩৫ শতাংশ মানুষ মনে করছেন, দেশে বেকারত্বের হার কমেছে। তবে এক্ষেত্রে বিরোধী মত ৪৩ শতাংশের। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন ৫৫ শতাংশ মানুষ। ৩৮ শতাংশ মানুষ মনে করেন, জিনিসপত্রের দাম কমেছে।
৩৮ শতাংশ মানুষের মতে, মহিলা ও শিশুদের উপর সংঘটিত অপরাধ কমেছে। যদিও ৪৪ শতাংশ মানুষ সেটা মনে করেন না। মাত্র ১৮ শতাংশ মানুষ তাঁদের সাংসদকে দরকারের সময় পাশে পান বলে জানিয়েছেন। সেখানে ৬৬ শতাংশ মানুষই সাংসদকে পাশে পান না। ৬৭ শতাংশ মানুষের ৬৭ শতাংশ মানুষের মতে, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। ২৮ শতাংশ মানুষ অবশ্য এক্ষেত্রে কোনও বদল দেখছেন না।  ৭২ শতাংশ নাগরিক মনে করছেন, সন্ত্রাসবাদ কমেছে। ২১ শতাংশ মানুষ অবশ্য এর সঙ্গে একমত নন। ৩৪ শতাংশ মানুষের মতে, মোদী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হয়েছে। তবে ৫১ শতাংশ মানুষ কোনও উন্নতি দেখছেন না। ৬১ শতাংশ মানুষের মতে দেশে দুর্নীতি কমেছে। উল্টো মত ৩২ শতাংশ মানুষের।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

রাশিয়ান টেকনোলজিতে ভারতে রেলের গতি বাড়বে ২০০ কিমি প্রতি ঘণ্টা


নয়াদিল্লি: রেলের গতি বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে ভারত। এবার প্যাসেঞ্জার ট্রেনের গতি বাড়াতে সাহায্য নেওয়া হচ্ছে রাশিয়ার। এই বিষয়ে গাঁটছড়া বাঁধছে রাশিয়া ও ভারত। রাশিয়ার রেলওয়ের সাহায্যে ভারতে রেলের গতি বাড়বে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। নাগপুর থেকে সেকেন্দরাবাদের ৫৭৫ কিলোমিটার লাইনের জন্য এই বিশেষ পরিষেবা শুরু করা হবে প্রাথমিকভাবে। গতি বাড়ানোর জন্য রাশিয়া থেকে নেওয়া হচ্ছে বেশ কিছু নতুন প্রযুক্তি।


এই গতি নিয়ে চলার মত কোচও নেই রেলের। ফলে নতুন ধরনের প্যাসেঞ্জার কারও তৈরি করা হবে। তবে এই লাইনের মাঝে থাকা ব্রিজগুলির ক্ষেত্রে গতি একই রাখা হবে কিনা তা জানা যায়নি। এই গতিতে ট্রেন চলার জন্য যা কিছু মেরামত করা প্রয়োজন, তা করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
গতি বাড়ানো ছাড়াও রেলে আনা হচ্ছে রেলরোড সুইচ। যা একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে ট্রেনকে যেতে সাহায্য করবে। যেসব স্টেশনের কাছে ওই উচ্চগতিতে ট্রেন চালানো যাবে না, সেখানে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার জন্য অন্য একটি সুইচের ব্যবস্থাও করা হচ্ছে। শুধু এতখানি গতি বাড়ালেই হবে না। তার জন্য যাত্রী ও পথচারীদের সুরক্ষার বন্দোবস্ত করার কথাও মাথায় রেখেছে রেল কর্তৃপক্ষ। যার জন্য অ্যান্টি-কলিসন, ওভারপাস ইত্যাদির জন্য অটোমেটিক সিস্টেম আনা হবে বলেও জানা গিয়েছে।
ট্রেন লাইনে যাতে পশু বা মানুষ দুর্ঘটনার মুখে না পড়ে তার জন্য রেল লাইনের পাশে বিশেষ প্রাচীর দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় ট্রেনের আওয়াজ যাতে বেশি না হয় তার জন্য লাগানো হবে নয়েজ শিল্ড। গত বছরের অক্টোবর মাসেই দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছে। এই প্রজেক্টের জন্য দুই দেশ সমান খরচ বহন করবে বলে জানা গিয়েছে।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

রাতেই ট্রাম্পের সঙ্গে কথা হবে নরেন্দ্র মোদীর



নয়াদিল্লি: নিজের দায়িত্ব ভার গ্রহণ করার চারদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পিএমও সূত্রে খবর, মঙ্গলবার রাতে মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট৷হোয়াইট হাউস থেকে প্রকাশিত সময়সূচীতে প্রথমে বলা হয়েছিল ভারতীয় সময় ১১টা ৩০ মিনিট নাগাদ কথা বলবেন দুই রাষ্ট্রপ্রধান৷ কিন্তু পরে তা পরিবর্তন করে রাতে করা হয়৷
গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পরে ডোনাল্ড ট্রাম্পকে ফোনে প্রথম শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী৷প্রধানমন্ত্রী মোদীই হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে যার সঙ্গে ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প৷ গত ২১ জানুয়ারি ট্রাম্প কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদেয়ুর সঙ্গে৷ গতকাল তাঁর কথা হয় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা য়ের-সিসির সঙ্গে৷
মার্কিন রাষ্ট্রপতি পদে প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক অটুট রাখবে আমেরিকা৷এমনকি ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করারও বার্তা দিয়েছিলেন তিনি৷

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

বেকার হলে আপনার অ্যাকউন্টে টাকা পাঠাবে মোদী সরকার



নয়াদিল্লি: আপনি কি বেকার? এবার আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে মোদী সরকার। ফের ক্ষমতায় ফিরতে এমনই চিন্তাভাবনা করছে কেন্দ্র। এবার বাজেটেই সেই ঘোষণার সূত্রপাত হতে পারে বলেও খবর। শোনা যাচ্ছে, মাসের প্রথমে প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে ন্যূনতম আয়ের বিষয়ে নিশ্চিত করতে চাইছেন মোদী। যাঁদের ন্যুনতম আয় নেই, তাঁদের ক্ষেত্রেই ওই প্রকল্প কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

তবে এখনই চালু না হলেও, আগামী আর্থিক বছর থেকে ওই প্রকল্প চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউপিএ জমানায় শুরু হয়েছিল ১০০ দিনের কাজের প্রকল্প। আর সেই প্রকল্পই ইউপিএ-কে ক্ষমতায় ফেরাতে কাজ করেছিল। এবার তাই মোদী সরকার এভাবেই মাস্টারস্ট্রোক দিতে পারেন। মাসের প্রথমে সরকারের তরফে ব্যাংকে টাকা ঢোকানোই ওই প্রকল্পের মূল মন্ত্র।
এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়, যাঁদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, এমন ২৭ কোটি মানুষ পাবেন ২ লক্ষ টাকার বীমা। নোট বাতিলের পর, এমন ঘোষণাই করা হয়েছে কেন্দ্রের তরফে। আর সেই ঘোষণা অনুযায়ী এবার দেশের ২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে দেওয়া হবে দু’লক্ষ টাকার বীমা। সূত্রের খবর, জন ধন অ্যাকাউন্টের সঙ্গে যাঁরা আধার কার্ড যুক্ত করেছেন, তাঁরাই পাবেন প্রাথমিকভাবে ওই সুযোগ। বীমার প্রিমিয়ামও দেবে সরকার।




Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

দু’বার মন্ত্রী হয়েও পকেট ফাঁকা সুভাষচন্দ্র অনুরাগী এক মন্ত্রীর


লখনউ: যে রাজ্যে বিশাল টাকার মালা দিয়ে মন্ত্রীদের বরণ করাই রীতি সেই রাজ্যের এক মন্ত্রীর কোনও বাড়ি নেই৷ মাত্র ৫০০ টাকার জন্য বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল তাঁর পরিবার৷ রাজ্যের দু বারের মন্ত্রী যমুনা প্রসাদ নিগম  এক ব্যতিক্রমী চরিত্র৷

উত্তরপ্রদেশের বান্দা বিধানসভা কেন্দ্র৷ সেখান থেকেই চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন যমুনা প্রসাদ৷   ৯২ বছরের এই রাজনীতিক সেই অর্থে কিছুই গুছিয়ে নিতে পারেননি৷ ফলে টাকা ওড়ানোর রাজনীতির মধ্যেও তাঁর কথা ঘুরে ফিরে আসছে৷
১৯৩৮ সালটি দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ৷ জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস৷ তাঁর নেতৃত্বে শুরু হয়েছিল কংগ্রেসের ভিতরে তীব্র আন্দোলনের প্রস্তুতি৷ সেই সমাবেশে সুভাষ বাবুকে দেখতে গিয়েছিলেন কিশোর যমুনা প্রসাদ৷ দূর থেকে ‘বঙ্গাল কা শের’ দেখেই তিনি আপ্লুত৷ সেই থেকে বন্ধু মহলে ‘বোস জি’ বলেই পরিচিত৷ সুভাষচন্দ্রের অনুরাগী হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন যমুনা প্রসাদ৷ এখনো যমুনা প্রসাদকে সবাই ‘বোস জি’ নামেই ডাকতে থাকে৷
স্বাধীনতার পরও সুভাষ অনুরাগী হয়েই সমাজবাদের পথ বেছে নিয়েছিলেন যমুনা প্রসাদ৷ ১৯৭৪ সালে বান্দা থেকেই তিনি সোশালিস্ট পার্টির বিধায়ক নির্বাচিত হন৷ ১৯৭৭ সালে উত্তর প্রদেশ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী হন৷ পরে জনতা পার্টি ভেঙে মুলায়ম সিং যাদবের নেতৃত্বে তৈরি হয় সমাজবাদী পার্টি৷ ১৯৮৫ সালে সেই দলের বিধায়ক হন যমুনা প্রসাদ৷ হয়েছিলেন রাজ্যের পশুপালন ও মৎস্যমন্ত্রী৷
আগাগোড়া সৎ রাজনীতিক৷ ফলে কিছুই সঞ্চয় নেই৷ ১৯৪৫ সালে বোনের বিয়ের জন্য ৫০০ টাকায় পৈত্রিক বাড়ি বিক্রি করেছিলেন৷ আর নতুন বাড়ি করার সামর্থ হয়নি৷
বান্দা জেলায় বিশেষ পরিচিত যমুনা প্রসাদ৷ দলমত নির্বিশেষে তাঁর কাছে সবাই আসেন৷ বয়সের ভারে ক্লান্ত সুভাষচন্দ্র অনুরাগী ‘বোস জি’৷ জাতপাত ও টাকার খেলায়  আটকে থাকা উত্তরপ্রদেশের রাজনীতির জটিল মারপ্যাঁচের মধ্যেও বিরল চরিত্র৷

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

Monday, 23 January 2017

আয় না থাকলে ন্যূনতম আয় বাবদ টাকা পৌঁছে দেবেন মোদী


Modi

কেমন হয় যদি মাসের শুরুতে দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন নরেন্দ্র মোদী! ২০১৯-এ ফের ক্ষমতায় ফিরতে মোদী সরকার তেমনটাই পরিকল্পনা করছে।
মনমোহন-সনিয়ার ইউপিএ সরকার রোজগার ও খাদ্য সুরক্ষা দিতে আইন করেছিলেন। এ বার মাস গেলে ন্যূনতম আয়ের ব্যাপারে নিশ্চিন্ত থাকার বন্দোবস্ত করতে চাইছে মোদী সরকার। যার মূল মন্ত্র হল, সরকারের তরফ থেকে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম আয় বাবদ টাকা পৌঁছে দেওয়া। ১ ফেব্রুয়ারি অরুণ জেটলির বাজেট এ বিষয়ে দিশা দেখাতে পারে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন তাঁর আর্থিক সমীক্ষাতেও এর পক্ষে সওয়াল করবেন।
সরকারি সূত্রের খবর, হয়তো আগামী অর্থ বছর থেকেই এই প্রকল্প চালু হবে না। আপাতত ভাসিয়ে দেওয়া হতে পারে। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর তুরুপের তাস হয়ে উঠতে পারে সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্প।

ইউপিএ-সরকারের প্রথম জমানায় এনআরইজিএ বা একশো দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল। অনেকেরই মতে, ইউপিএ-র দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পিছনে এই প্রকল্পের বড় ভূমিকা ছিল। সরকারের দ্বিতীয় দফায় পৌঁছে ‘খাদ্য সুরক্ষা আইন’-কে ‘মাস্টারস্ট্রোক’ করতে চেয়েছিলেন সনিয়া-মনমোহন। কিন্তু তাতে লাভ হয়নি। মোদী সরকারের কোনও মন্ত্রী অবশ্য এখনও সকলের জন্য ন্যূনতম আয় বা ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’ নিয়ে মুখ খোলেননি। কিন্তু সুব্রহ্মণ্যন জানিয়েছেন, তিনি এর পক্ষে। জল্পনা উস্কে জম্মু-কাশ্মীরের অর্থমন্ত্রী হাসিব দ্রাবু ঘোষণা করেছেন, রাজ্যে দারিদ্রসীমার নীচের সবাইকে সরকার নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। জম্মু-কাশ্মীরে জোট সরকারের শরিক বিজেপি। সে রাজ্যেই এই ঘোষণায় মোদী সরকারও একই পথে হাঁটতে পারে বলে অনেকে মনে করছেন।

প্রশ্ন হল, মোদী সরকার কি সবাইকেই নির্দিষ্ট অঙ্কের অর্থ দেবে, নাকি শুধুমাত্র দারিদ্রসীমার নীচের হতদরিদ্র, বেকার, শারীরিক ভাবে রোজগারে অক্ষম মানুষের হাতে কিছুটা অর্থ তুলে দেবে, যাতে তাদের আয় অন্তত দারিদ্রসীমার সমান নয়? অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, সকলকে ন্যূনতম আয় পাইয়ে দেওয়াটা সাধ্যের বাইরে। খাদ্য, সার, রেলের ভাড়া, বিদ্যুৎ, রান্নার গ্যাস থেকে রেশনের চিনি, কেরোসিন, জলে ভর্তুকি দিতে কেন্দ্র ও রাজ্যগুলি মিলে প্রায় ৩.৪ লক্ষ কোটি টাকা খরচ করে।
যা দেশের জাতীয় আয় বা জিডিপি-র প্রায় ৪.২ শতাংশ। অর্থনীতিবিদদের কারও কারও অনুমান, সকলের জন্য ন্যূনতম আয়ের বন্দোবস্ত করতে গেলে জিডিপি-র প্রায় ১১ থেকে ১২ শতাংশ খরচ হবে। যা সরকারের সাধ্যের বাইরে।

নীতি আয়োগের উপাধ্যক্ষ অরবিন্দ পানাগাড়িয়া তাই যুক্তি দিয়েছেন, ‘‘সকলের জন্য নয়। শুধু যাদের দরকার, তাদেরকেই প্রয়োজন মতো টাকা দেওয়া হোক। জন ধন যোজনায় দেশের সিংহভাগ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ২০১১-র সামাজিক-অর্থনৈতিক জাতিগত জনগণনা হয়েছে। যা থেকে কারা গরিব ও কারা গরিব নয়, তা স্পষ্ট।’’ বর্তমানে দারিদ্রসীমার মাপকাঠি হল গ্রামে দৈনিক আয় ৩২ টাকা এবং শহরের ক্ষেত্রে দৈনিক আয় ৪৭ টাকা। কিন্তু সুব্রহ্মণ্যনের মতো অনেক অর্থনীতিবিদের যুক্তি, খরা, চাষের ক্ষতি, পরিবারে অসুখের চিকিৎসার খরচের ফলে অনেকেই যে কোনও সময় দারিদ্রসীমার নীচে চলে যান। ফলে কার, কখন সরকারি মদত দরকার, তা চিহ্নিত করা কঠিন। সুরজিৎ ভাল্লার মতো অর্থনীতিবিদরা তাই সওয়াল করছেন, ওই ঝামেলার মধ্যে না গিয়ে আয়ের দিক থেকে নিচুতলার ৫০ শতাংশ মানুষকে প্রতি মাসে বা বছরে নির্দিষ্ট অঙ্কের টাকা পাইয়ে দিক সরকার। তাতেই গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন।

ইউপিএ-সরকারের একশো দিনের কাজ বা খাদ্য সুরক্ষা আইনের বিরুদ্ধে অভিযোগ ছিল, এ হল পাইয়ে দেওয়ার রাজনীতি। একই ভাবে, ন্যূনতম আয় সরকার পাইয়ে দিলে কাজের উৎসাহ কমবে বলে যুক্তি রয়েছে। অপ্রয়োজনীয় খরচ হতে পারে। বাড়তে পারে খেতমজুরদের মজুরি, চাষের খরচ। পাল্টা যুক্তি হল, মধ্যপ্রদেশে দু’টি জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চলেছিল। কেউই রোজগারের চেষ্টা ছেড়ে দেননি। বাজে খরচ আটকাতে বাড়ির মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার পরামর্শও রয়েছে। খেতমজুরদের মজুরি বাড়লে তাতে গরিবদেরই লাভ।
ইউরোপের ফিনল্যান্ডের মতো দেশে সকলের জন্য ন্যূনতম আয় নিয়ে ভাবনা শুরু হয়েছে।

সুইৎজারল্যান্ডেও প্রস্তাব ছিল। কিন্তু মানুষ গণভোটে তা খারিজ করেছেন। পি চিদম্বরম প্রশ্ন তুলেছেন, ‘‘মাথা পিছু আয়ের হিসেবে সুইৎজারল্যান্ড, ফিনল্যান্ড বিশ্বের ধনীতম দেশগুলির অন্যতম। এ দেশে এই ব্যবস্থা চালু করার ক্ষেত্রে বড় প্রশ্ন হল, ন্যূনতম আয় কতখানি হওয়া প্রয়োজন? তা দিতে গিয়ে কি অন্যান্য ভর্তুকি তুলে দেওয়া হবে? সবাইকে দেওয়া হবে নাকি জনসংখ্যার বাছাই করা অংশকে?’’ জেটলি তাঁর বাজেটে এই সব প্রশ্নের উত্তর দেন কি না, সে দিকেই এখন নজর।
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp

গোষ্ঠী সংঘর্ষের ঘটনা এবার খোদ কলকাতার বুকে



কলকাতা, ২৩ জানুয়ারি : এবার কলকাতার মধ্যেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল। মন্দিরে মাংসের টুকরো ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়াল ফতেপুর লেন এলাকায়। আজ সকালে এলাকার কয়েকজন বাসিন্দা মন্দিরের গেটের মধ্যে মাংসের টুকরোটি দেখতে পান। তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও ঝামেলার আকার নেয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। অবরুদ্ধ হয়ে পড়ে ফতেপুর লেনের রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

ফতেপুর লেন এলাকার একদিকে রবীন্দ্রনগর থানা। অন্য দিকে, রয়েছে গার্ডেনরিচ থানা। এদিকে, মহেশপুর পৌরসভার ১ ও ১০ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ফতেপুর লেন এলাকা। এখানে একটি শীতলা মন্দির আছে। যা বেশ প্রাচীন। রোজ সকালের মতো আজ বাসিন্দারা সেখান দিয়ে যাওয়ার পথে লক্ষ্য করেন, মন্দিরে কিছু একটা পড়ে আছে। সামনে যেতেই দেখতে পান, মাংসের টুকরো। এরপর অন্যদের ডাকা হয়। শুরু হয় অন্য গোষ্ঠীর মানুষের সঙ্গে বচসা। বচসা থেকে হাতাহাতি, ঝামেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

এখন এলাকার পরিস্থিতি থমথমে। এলাকায় যৌথ টহল দিচ্ছে কলকাতা ও জেলা পুলিশ। এদিকে, বীরেন্দ্র সিং নামে এক ব্যক্তি গোটা ঘটনা নিয়ে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp