
খেলার অভিধানে অসম্ভব শব্দটা বরাবরই অস্তিত্ব সংকটে ভোগে৷এবারও সেরকমটাই হল চিন বনাম সৌদি আরবের ম্যাচে৷শনিবার আইসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ৷সৌদি আরবের ৪১৮ রানের জবাবে মাত্র ২৮ রানে গুটিয়ে গেল চিন৷তাও আবার মাত্র ১২.৪ ওভারে৷থাইল্যান্ডের...